Darjeeling Weather: বৃষ্টি পড়তেই ৮ ডিগ্রিতে দার্জিলিং, তুষারপাত সময়ের অপেক্ষা

Dhanraj Ghising | Edited By: Soumya Saha

Dec 05, 2023 | 6:57 PM

Darjeeling Snowfall: পূর্বাভাস বলছে, পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং শহরের তাপমাত্রা এখন ৮-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সান্দাকফুতে আরও কম। ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টি হলে তুষারপাতও হতে পারে সান্দাকফু ও আশপাশের এলাকায়।

দার্জিলিং: দী-পু-দা। মানে, দীঘা-পুরী-দার্জিলিং। বছরের যে কোনও মরশুম হোক না কেন, বাঙালির কাছে সবসময়ের পছন্দের ডেস্টিনেশন। ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। এখনও সেভাবে জাঁকিয়ে শীতের দেখা নেই কলকাতায়। শীতের আমেজ চেটেপুটে উপভোগ করতে তাই অনেকেই ছুটছেন পাহাড়ে। পর্যটকদের ভিড় জমছে দার্জিলিঙে। নভেম্বর শেষ হতেই শীতও বেড়েছে পাহাড়ে। দার্জিলিঙের আকাশে এখন মেঘ পিওনের আনাগোনা। সূর্যের দেখা নেই। পূর্বাভাস বলছে, পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং শহরের তাপমাত্রা এখন ৮-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। সান্দাকফুতে আরও কম। ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টি হলে তুষারপাতও হতে পারে সান্দাকফু ও আশপাশের এলাকায়।

দার্জিলিঙে সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে মাঝ নভেম্বর থেকে সাধারণত পাহাড়ের আকাশ পরিষ্কার হতে শুরু করে। সান্দাকফু-ফালুট-সহ সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের গোটা ট্রেল জুড়ে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। গোটা স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যায় এখান থেকে। আর সেই অভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই ভিড় জমান প্রচুর পর্যটক। সঙ্গে উপরি পাওনা হল ফ্রেশ স্নো-ফল। একটু বৃষ্টি হলেই সান্দাকফু-ফালুট-সহ বিস্তীর্ণ অঞ্চল ঢেকে যায় সাদা বরফের চাদরে।

মরশুমের ফ্রেশ স্নো-ফলের আনন্দ উপভোগ করতে অনেকে এই সময়ে ভিড় করেন দার্জিলিংয়ের পাহাড়ে। পাহাড়ের এখন যা আবহাওয়া, তাতে ফ্রেশ স্নো-ফলের জন্য একেবারে আদর্শ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। বৃষ্টি নামলেই সান্দাকফু-ফালুট-সহ আশপাশের এলাকায় তুষারপাত হতে পারে। কপালে থাকলে, দার্জিলিং শহরে বসেও মিলতে পারে তুষারপাতের আনন্দ। বরাত ভাল থাকলে, আগামী কয়েকদিনের মধ্যে পাহাড়ে দেখা যেতে পারে ফ্রেশ স্নো-ফল।