Siliguri: ‘রেলের রাস্তা, সারানোর দায় আমাদের নয়’, বোর্ড লাগাবে পৌরনিগম
Siliguri: জাতীয় সড়ক থেকে তিনবাতি মোড় হয়ে এনজেপি স্টেশনে যাওয়ার মূল রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। ভাঙা রাস্তায় ধুলোর ঝড় তুলে প্রতিদিন ছুটছে অসংখ্য গাড়ি ও ভারী ট্রাক। দুর্ঘটনা নিত্যসঙ্গী। এ নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ রয়েছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার মূল এই রাস্তায় এক কিলোমিটার অংশে বড়-বড় গর্ত তৈরি হয়ে রয়েছে।

শিলিগুড়ি: রাস্তা তুমি কার? রাস্তার গর্ত তুমি কার! এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে শিলিগুড়িতে। কারণ রেলের রাস্তায় বড় বড় গর্ত। তাই সেই গর্ত সারাতে হবে রেলকেই। পুরনিগম সারাবে না। এমনকী, রাস্তা খারাপ হলে তার সারানোর দায় পুরনিগমের নয়। এবার এমনই বিজ্ঞপ্তির বোর্ড লাগাবে তৃণমূল পরিচালিত পৌরনিগম। আর গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কার নিয়ে শিলিগুড়িতে বিজেপি-তৃণমূল আকচা-আকচি এখন চরমে।
জাতীয় সড়ক থেকে তিনবাতি মোড় হয়ে এনজেপি স্টেশনে যাওয়ার মূল রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। ভাঙা রাস্তায় ধুলোর ঝড় তুলে প্রতিদিন ছুটছে অসংখ্য গাড়ি ও ভারী ট্রাক। দুর্ঘটনা নিত্যসঙ্গী। এ নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ রয়েছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার মূল এই রাস্তায় এক কিলোমিটার অংশে বড়-বড় গর্ত তৈরি হয়ে রয়েছে। এ নিয়ে শিলিগুড়ি পৌরনিগমে ক্ষোভ জানিয়ে একাধিক চিঠি দিয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আর এখানেই বিপদে পড়েছে পৌরনিগম।
মেয়র গৌতম দেব বলেন, “বাসিন্দারা ভাবছে ওটা আমাদের রাস্তা। কিন্তু ওটা রেলের রাস্তা। বাসিন্দাদের কাছে অভিযোগ শুনতে-শুনতে তিতিবিরক্ত। রেলের রাস্তায় আমরা সংস্কার করতেও পারব না। রেল কিছুই করছে না। আর বাসিন্দারা ভাবছেন আমরা রাস্তা সারাচ্ছি না। দুই এমপি, এমএলএ বিজেপির। ওরাও কিছু করে না। তাই রাস্তায় বোর্ড লাগাবো। বাসিন্দাদের জানাবো, এই রাস্তা রেলের। এর সংস্কারের দায়িত্ব রেলের, আমাদের নয়।” অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “বিষয়টি শুনলাম। আজই রেলকে চিঠি লিখব। তবে মেয়রের মুখে এসব নিয়ে রাজনীতি মানায় না।”
