Hooghly: শিশুদের ভিটামিন সিরাপে পোকা! দেখেই চমকে উঠল বসাক পরিবার, শোরগোল তারকেশ্বরে
Insect found in Children's syrup: তারকেশ্বরের এক নার্সিংহোমের চিকিৎসক ওষুধটি লিখে দিয়েছিলেন বসাক দম্পতির ২ মাসের সন্তানের জন্য। শিশুর বাবা অশোক বসাক গত শুক্রবার ওষুধটি স্থানীয় একটি ফার্মেসি থেকে কেনেন। সন্তানকে খাওয়ানোর আগে শিশুর মা পায়েল বসাক সিল করা ওই ভিটামিন সিরাপে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান।

তারকেশ্বর: বাড়িতে ২ মাসের শিশু। তার জন্য একটা ভিটামিন সিরাপ লিখে দিয়েছিলেন চিকিৎসক। ওষুধ দোকান থেকে কিনে এনে সেই সিরাপ খাওয়াতে গিয়েই চমকে উঠলেন হুগলির তারকেশ্বরের বসাক দম্পতি। দেখতে পেলেন সিরাপে মাকড়সা জাতীয় পোকা রয়েছে। আঁতকে উঠলেন তাঁরা। অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। তারকেশ্বর ব্লক স্বাস্থ্য় আধিকারিক জানান, ওই ভিটামিন সিরাপটি আপাতত বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে।
প্রধানত, সদ্য়োজাতদের ওই ভিটামিন সিরাপটি খাওয়ানো হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। আর সেই সিরাপে মাকড়সা জাতীয় পোকা দেখা যাওয়ায় চিকিৎসক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। ভিটামিন সিরাপে পোকা দেখার পর আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বরের বসাক দম্পতি।
জানা গিয়েছে, তারকেশ্বরের এক নার্সিংহোমের চিকিৎসক ওষুধটি লিখে দিয়েছিলেন বসাক দম্পতির ২ মাসের সন্তানের জন্য। শিশুর বাবা অশোক বসাক গত শুক্রবার ওষুধটি স্থানীয় একটি ফার্মেসি থেকে কেনেন। সন্তানকে খাওয়ানোর আগে শিশুর মা পায়েল বসাক সিল করা ওই ভিটামিন সিরাপে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান।
পায়েল বসাক বলেন, “আমার স্বামী ওষুধটা এনে আমাকে দেয়। খাওয়ানোর আগে কিছু ওষুধে কিছু ভেসে থাকতে দেখি। আমি যদি বাচ্চাকে ওষুধটা খাইয়ে ফেলতাম, তাহলে তো আমারই ক্ষতি হত।” ওষুধটি নিয়ে ওই ফার্মেসিতে যান অশোক বসাক। ফার্মেসির কর্ণধার জানিয়েছেন, বিষয়টি তিনি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানিয়েছে। এদিকে, অশোক বসাক এই নিয়ে তারকেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন।
তারকেশ্বর ব্লক স্বস্থ্য আধিকারিক ডঃ শেখ হানিফ জানান, প্রথমেই ওই ভিটামিন ওষুধটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে। এবং উচ্চতর কর্তৃপক্ষের কাছে ওষুধটি পাঠানো হবে। এরপর জেলা স্বাস্থ্য দফতর থেকে যা নির্দেশ দেওয়া হবে, সেই মত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় নার্সিংহোমের তরফে বলা হয়, সমস্ত শিশু চিকিৎসককে বিষয়টি জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত প্রেসক্রিপশনে ওই ওষুধটি লেখা হবে না।
