AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Singur: বন্ধ হয়ে গিয়েছিল ‘স্বপ্নের ক্যান্টিন’, ছিঁড়ে নিয়েছিল কান! সিঙ্গুর থেকেই বদলের প্রহর গুনছেন দিপালীরা

PM Modi Visits Bengal: জমি আন্দোলন, বিক্ষোভ, তারপর টাটা গোষ্ঠীর চলে যাওয়া। এই সবের প্রভাব পড়েছিল দিপালীর উপরেও। ২০০৮ সালে টাটা চলে গেলে বন্ধ হয়ে যায় দিপালীর সাধের ক্যান্টিন। এদিন বদলের আহ্বান দিয়ে তিনি বলেন, 'আমরা চাই টাটা ফিরে আসুক। বিজেপির মাধ্যমে বাংলায় বদল আসুক।'

PM Modi in Singur: বন্ধ হয়ে গিয়েছিল 'স্বপ্নের ক্যান্টিন', ছিঁড়ে নিয়েছিল কান! সিঙ্গুর থেকেই বদলের প্রহর গুনছেন দিপালীরা
বাঁদিকে সুদীপা ঘোষাল, ডানদিকে দিপালী মণ্ডলImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jan 18, 2026 | 1:40 PM
Share

হুগলি: স্বপ্ন ছিল ক্যান্টিনের মাধ্য়মে নিজের সংসার চালাবেন। হয়ে উঠবেন আর্থিক ভাবে সক্ষম। টাটার হাত ধরে সেই ভাবনার বাস্তবায়নও করে ফেলেছিলেন দিপালী মণ্ডল। কিন্তু আজ সবটাই যেন ‘ভোরের স্বপ্নের’ মতো। না রইল টাটা, না রইল ক্যান্টিন। কিন্তু স্বপ্ন দেখা এখনও ছাড়েননি দিপালী। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বদলের মধ্যে দিয়ে ভোরের স্বপ্নকেই আবার বাস্তবের রূপ দিতে চান।

টাটাদের ছেড়ে যাওয়া সেই সিঙ্গুরের মাঠে রবিবার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০৮ সালে বাংলায় রতন টাটার ‘স্বপ্নের ন্যানোর’ অপমৃত্যুর পর গুজরাট তাঁকে দিয়েছিল নতুন করে বাঁচার আশ্বাস। বাংলায় না-হওয়া ন্য়ানো কারখানা তৈরি হয়েছিল গুজরাটে। কারিগর নরেন্দ্র মোদী। তখন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। আজ বিজেপি কর্মী-সমর্থকরা যখন প্রধানমন্ত্রী মোদীর আগমনের প্রহর গুনছেন, সেই সময় অপেক্ষায় দিপালীও।

সিঙ্গুরের সিংহের ভেড়ি অঞ্চল থেকে মোদীর সভা দেখতে এসেছেন দিপালী। এদিন তিনি বলেন, ‘২০০৬ সালে টাটা যখন প্রথম এল, সেই সময় ওরাই (টাটা গোষ্ঠী) আমাদের বেশ কয়েকজনকে হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষণ নিতে পাঠায়। এক মাস মতো তারাতলায় হোটেল ম্যাজেনমেন্ট সংস্থা প্রশিক্ষণ নিয়ে এখানে এসে ক্যান্টিন খুলেছিলাম। প্রতিদিন টাটা, শাপুরজি পালোনজি গোষ্ঠী মিলিয়ে ২ হাজারের অধিক কর্মী আমাদের ওই ক্য়ান্টিনে খাওয়াদাওয়া করত।’

এরপরের পর্ব বাংলার প্রায় প্রতিটি মানুষ জানেন। জমি আন্দোলন, বিক্ষোভ, তারপর টাটা গোষ্ঠীর চলে যাওয়া। এই সবের প্রভাব পড়েছিল দিপালীর উপরেও। ২০০৮ সালে টাটা চলে গেলে বন্ধ হয়ে যায় দিপালীর সাধের ক্যান্টিন। এদিন বদলের আহ্বান দিয়ে তিনি বলেন, ‘আমরা চাই টাটা ফিরে আসুক। বিজেপির মাধ্যমে বাংলায় বদল আসুক।’

একা দিপালী নন, বদলের প্রহর গুনছেন আরও একজন। নাম সুদীপা ঘোষাল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে বুথ বসেছিলেন তিনি। সেই বুথ থেকে বিজেপিই জয় লাভ করেছিল। ওটা ‘অপরাধ’। অভিযোগ, বিজেপি করার কারণে সুদীপার কান ছিঁড়ে নেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাই সেই প্রতিবাদে আজও কানে দুল নয়, টিপ পরেন তিনি। সুদীপার কথায়, তিনি সেদিনই কানে দুল পরবেন যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে।