Howrah: মেয়ের পরীক্ষার জন্য এসেছিলেন, স্বামীর হাতে ‘খুন’ হলেন স্ত্রী
Howrah: দেবিকা কর্মসূত্রে থাকতেন হাওড়া রামরাজাতোলা এলাকায়। মেয়ের পরীক্ষার জন্য উলুবেরিয়া কৈজুরি তিন নম্বর কলোনিতে স্বামী বাবলুর বাড়িতে গিয়ে ছিলেন দেবিকা।

উলুবেড়িয়া: মেয়ের পরীক্ষার জন্য বাড়িতে এসেছিলেন। আর সেটাই হল কাল! বন্ধ ঘরে স্বামী হাতে খুন হতে হল এক মহিলাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার কৈজুরি তিন নম্বর কলোনিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবিকা বৈরাগী। তিনি একটি নার্সিংহোমে চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবিকা কর্মসূত্রে থাকতেন হাওড়া রামরাজাতোলা এলাকায়। মেয়ের পরীক্ষার জন্য উলুবেরিয়া কৈজুরি তিন নম্বর কলোনিতে স্বামী বাবলুর বাড়িতে গিয়ে ছিলেন দেবিকা। জানা গিয়েছে, বেশ কয়েকজন বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। তাই স্ত্রী আলাদা থাকা শুরু করেছিলেন। সোমবার রাতে সেই অশান্তি চরমে ওঠে।
অভিযোগ, রাত দুটো নাগাদ বন্ধ ঘরের ভিতর স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা চালান অভিযুক্ত। ছুরি দিয়ে পেটে তিন জায়গায় আঘাত করা হয় বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় দেবিকাকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল আটটার সময় মৃত্যু হয় দীপিকার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।





