Howrah: হাসপাতালের বাথরুমেই এ কী কাণ্ড রোগীর! ভাবতেই পারছেন কেউ, শুনে থ পরিবার
Howrah: হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন, এদিন দুপুর তিনটে নাগাদ বাথরুমে যেতে দেখা গিয়েছিল বাপিকে। কিন্তু, সেই বাথরুম থেকেই যে শেষ পর্যন্ত তাঁর নিথর দেহ বের হবে ভাবতে পারছেন না কেউই। শোকের ছায়া পরিবারে।

উলুবেড়িয়া: বাথরুমে ঢুকতেই চোখ কপালে উঠে গেল হাসপাতালের কর্মীদের। চোখের সামনে একেবারে হাড়হিম করা দৃশ্য। গলায় গামছা দিয়ে ঝুলছে রোগী! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত রোগীর নাম বাপি মালিক (২৯)। ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।
বাপির বাড়ি উলুবেড়িয়া বীরশিবপুর রাউতা এলাকায়। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বাপি। হাসপাতালেই চলছিল চিকিৎসা। হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন, এদিন দুপুর তিনটে নাগাদ বাথরুমে যেতে দেখা গিয়েছিল বাপিকে। কিন্তু, সেই বাথরুম থেকেই যে শেষ পর্যন্ত তাঁর নিথর দেহ বের হবে ভাবতে পারছেন না কেউই।
ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। পরিবারের সন্দেহ আত্মহত্যা করছে তাঁদের ছেলে। মৃতার মা আরতি মালিক বলছেন, “ও খুবই কষ্ট পাচ্ছিল। ও মনে হয় যন্ত্রণা সহ্য করতে পারেনি। চিকিৎসাও চলছিল। আজ দুপুরেও ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে বেডে শুইয়ে দিয়েছিলাম। তার মধ্যেই আমাকে ফোন করে ডাকে। আমি বলি একটু দেরি হবে যেতে। স্নান করে ফের আসি। এসে দেখি বাথরুমে গলায় গামছা দিয়ে ঝুলছে।”





