Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রার্থী হিসাবে বিদেশ বসু ‘না-পসন্দ’! তৃণমূল ছাড়লেন উলুবেড়িয়ার বিদায়ী ভাইস চেয়ারম্যান

জোর জল্পনা, এবার আব্বাস সিদ্দিকির আইএসএফে (ISF) যোগ দিতে পারেন আব্বাসউদ্দিন।

প্রার্থী হিসাবে বিদেশ বসু 'না-পসন্দ'! তৃণমূল ছাড়লেন উলুবেড়িয়ার বিদায়ী ভাইস চেয়ারম্যান
ফের তৃণমূলে ভাঙন।
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 11:23 AM

হাওড়া: প্রার্থী পছন্দ না হওয়ায় এবার তৃণমূলের (Trinamool Congress) ভাঙন উলুবেড়িয়ায়। দল ছাড়লেন পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্য়ান ও প্রশাসকমণ্ডলীর সদস্য আব্বাসউদ্দিন খান। দলে তাঁর গুরুত্ব ফুরিয়েছে, তাই সরে দাঁড়াতে চান, দাবি আব্বাসউদ্দিনের।

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই আব্বাসউদ্দিনের নেতৃত্বে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদেশ বসু এবং তৃণমূল হাইকমান্ডের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূলের একাংশ। বিক্ষুব্ধরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এরইমধ্যে শুক্রবার প্রথম দিন প্রচারে নামেন বিদেশ বসু।

আরও পড়ুন: লাভলির সামনেই ‘গোষ্ঠীকোন্দল’, সমাধানে এগিয়ে এলেন তারকা প্রার্থী নিজেই

এরপরই সামনে আসে আব্বাসউদ্দিনের দলত্যাগের কথা। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী। দলে আমার মনে হয় প্রয়োজন ফুরিয়েছে। দলে আমার কোনও গুরুত্ব আছে বলে মনে হয় না। তাই আমি তৃণমূলের সমস্ত পদ ও সদস্যপদ ছাড়লাম। আমি দলটা ছেড়ে দিচ্ছি। দলে আমি থাকতে চাই না।” আব্বাসউদ্দিনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আব্বাস সিদ্দিকির আইএসএফে যেতে চলেছেন উলুবেড়িয়ার এই নেতা। যদিও এ নিয়ে আব্বাসউদ্দিন কোনও প্রতিক্রিয়া দেননি।