লাভলির সামনেই ‘গোষ্ঠীকোন্দল’, সমাধানে এগিয়ে এলেন তারকা প্রার্থী নিজেই
লাভলির কথায়, "আমি বলব, আমার কাছে আসুন কথা বলুন। এখানে আমার নিজস্ব অফিস রয়েছে। সেখানে রোজই সন্ধ্যার পর আমি থাকি।"
দক্ষিণ ২৪ পরগনা: প্রচারে নেমেই অস্বস্তিতে তৃণমূলের (Trinamool Congress) তারকা প্রার্থী লাভলি মৈত্র (Lovely Moitra)। অভিযোগ, প্রার্থীকে কাছে পেয়ে দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সোনাপুরের বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্য়ায়ের অনুগামীরা। এভাবে চললে দলকে ভুগতে হবে বলেও দাবি তাঁদের। যদিও লাভলির কথায়, বড় পরিবারে অনেক দ্বন্দ্বই থাকে। সে সব সামলেই চলতে হয়। তিনি চেষ্টা করবেন সবটা সামলে নেওয়ার।
শুক্রবার সোনারপুরে প্রচারে গিয়েছিলেন লাভলি। সেখানে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী ও সোনারপুর টাউন তৃণমূলের সভাপতি রঞ্জিত রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অনুগামীরা। তাঁদের অভিযোগ, এতদিন দলের হয়ে কাজ করেছেন তাঁরা। অথচ ভোটের কাজে তাঁদের মর্যাদা দেওয়া হচ্ছে না। তাঁদের প্রশ্ন, কেন হঠাৎ করে পরিকাঠামোয় বদল আনা হচ্ছে। বিক্ষুব্ধ তৃণমূল নেতা হেমন্ত বসুর দাবি, রঞ্জিত রায় সোনারপুরে সংগঠনকে দুর্বল করেছেন। অথচ ভোটের মুখে ফের তাঁর দায়িত্ব বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: গাড়ির ভিতর থেকে ভেসে আসছিল শুধুই গোঙানির শব্দ, সাতসকালে ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে হতচকিত স্থানীয়রা
এ প্রসঙ্গে লাভলী মৈত্রের বক্তব্য, “আমি সবাইকে সঙ্গে নিয়েই চলতে চাই। সবে এখানে এসেছি। এখন পরিচিতি হচ্ছে সকলের সঙ্গে। যাঁদের যা সমস্যা, আমি বলব, আমার কাছে আসুন কথা বলুন। এখানে আমার নিজস্ব অফিস রয়েছে। সেখানে রোজই সন্ধ্যার পর আমি থাকি। যা ক্ষোভ, যা অভিমান আছে আমাকে বলুন। আমি সমাধানের চেষ্টা করব।” যদিও যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই রঞ্জিত রায় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি নন। তাঁর বক্তব্য, “দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলব না৷”