Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দলবদলের মরসুম: ঘাসফুল ছেড়ে পদ্মের দিকে ঝুঁকলেন ডালিম

আর প্রলোভনে ভুলব না, দল ছেড়ে মন্তব্য তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ডালিম রায়ের

দলবদলের মরসুম: ঘাসফুল ছেড়ে পদ্মের দিকে ঝুঁকলেন ডালিম
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 13, 2021 | 8:35 PM

শিলিগুড়ি: ফের এক তৃণমূল নেতার পদত্যাগ। এ বার সাংবাদিক বৈঠক করে দল ছাড়লেন তৃণমূলের আদি নেতা ডালিম রায়। কিছুদিন আগেই ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় ডালিমকে। সেই অভিমান বুকে নিয়েই তৃণমূল ছাড়লেন ময়নাগুড়ির আদি তৃণমূল নেতা। বললেন, আর প্রলোভনে ভুলতে রাজি নই।

শনিবার সাংবাদিক বৈঠক ডেকে দল ছাড়ার কথা ঘোষণা করেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ডালিম রায়। বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল দল ছাড়লেন তিনি। এ দিন সাংবাদিক সম্মেলনে ডালিমবাবু বলেন, “প্রথম দিন থেকে দলে থাকার পরেও বঞ্চনা, লাঞ্ছনার শিকার হয়েছি। তবুও দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করেছি। ব্লক সভাপতি পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই আমি ও আমার সঙ্গে থাকা কয়েক হাজার সমর্থক আজ তৃণমূল ছাড়লাম।”

আরও পড়ুন: ‘বিজেপিতে যোগ দিয়েছি, তাই চাষ করতে দিচ্ছে না’, পুলিশের দ্বারস্থ কৃষক

প্রসঙ্গত, ময়নাগুড়ি ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বেশ পুরনো। কিছুদিন আগে ময়নাগুড়ি-১ ব্লকের সভাপতি মনোজ রায়ের বিরুদ্ধে বিক্ষোভে নামেন ডালিম-অনুগামীরা। মনোজ রায়কে ব্লক সভাপতি করার পরেই জলপাইগুড়ি জেলা পর্যবেক্ষক, মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে বিক্ষোভ দেখান ডালিমের সমর্থকরা। এই আবহে একুশের ভোটের আগে তৃণমূল ছাড়লেন তিনি।

তবে এবার কি বিজেপিতে? এই প্রশ্নের উত্তরে ডালিমবাবু অবশ্য বলছেন, “আপাতত কোনও দলেই কাজ করবো না। একজন সাধারণ মানুষ হিসাবেই থাকব। পরে এ বিষয়ে চিন্তা ভাবনা করে দেখা যাবে।” তবে মুখে কিছু না বললেও আগামীতে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। ডালিম জানান, জেলা সভাপতি তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু এখন আর কোনও প্রলোভনে ভুলতে তিনি রাজি নন।

ডালিমের দলত্যাগ নিয়ে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, “ময়নাগুড়ির ডালিম রায় আগেও দল ছেড়েছেন। ডালিমবাবু যদি মনে করে থাকেন ময়নাগুড়ির বড় নেতা উনি, তাহলে ভুল করছেন।” তিনি যোগ করেন, আমাদের দলে একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা বাকি সবাই স্রেফ কর্মী।

প্রসঙ্গত, ডালিম রায় আগেও একবার বিজেপিতে গিয়েছিলেন। পঞ্চায়েত সমিতির ভোটে দাঁড়িয়ে হেরে যান। তারপর তিনি তৃণমূলে যোগ দেন। এ বার ফের তিনি পদ্মের দিকে পা বাড়াচ্ছেন বলে জল্পনা। এ নিয়ে কৃষ্ণ কুমার কল্যাণীর কটাক্ষ, এ বার যে উদ্দেশ্যে নিয়ে উনি (ডালিম রায়) দল ছাড়ছেন, মনে হয় না তা সফল হবে। বিজেপি ডালিমকে বিধানসভা ভোটে টিকিট দেবে না বলে মন্তব্য করেন তিনি।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'