‘বিজেপিতে যোগ দিয়েছি, তাই চাষ করতে দিচ্ছে না’, পুলিশের দ্বারস্থ কৃষক
যদিও পুলিশকে বলেও লাভ হয়নি বলেই দাবি মালাকার পরিবারের। জেলাশাসক, বিডিওকেও জানানো হয়েছে।
পূর্ব মেদিনীপুর: রাজনৈতিক অবস্থানের উপর কৃষকের ফসল ফলানোর অধিকার নির্ভর করছে। এমনটাই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের তমলুকের কাকটিয়ায়। বিজেপি করার ‘অপরাধে’ চাষ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন এক কৃষক। তিনি বলেন, বাধা আসছে শাসকদলের প্রতিনিধিদের কাছ থেকে। যদিও এ অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
কাকটিয়া গ্রামের রাধেশ্যাম মালাকার। বহুদিন ধরেই কৃষিকাজের সঙ্গে যুক্ত। বছরে একবার বোরো ধান চাষ করে সারা বছরের খোরাকি তোলেন। বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। রাধেশ্যামের অভিযোগ, এরপর থেকেই তৃণমূল তাঁকে আর জমিতে চাষ করতে দিচ্ছে না।
আরও পড়ুন: পরিবর্তন যাত্রা ঘিরে ফের ‘সম্মুখ সমরে’ তৃণমূল-বিজেপি
যদিও এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় গ্রামপঞ্চায়েতের উপপ্রধান নিকুঞ্জ মান্না। তিনি বলেন, “গ্রাম কমিটিতে সব রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। কেউ বিরোধী রাজনীতি করলে তাঁকে চাষ করতে দেওয়া হবে না এটা ঠিক নয়।” যদিও এ কথায় ভরসা নেই রাধেশ্যামের। তিনি জানান, জেলাশাসক, তমলুক থানা, বিডিও-কে চিঠি দিয়েও সুরাহা হয়নি। কবে চাষ করতে পারবেন, সেই চিন্তা রাতের ঘুম কেড়েছে।