Weather Update: ছাব্বিশ এলেই কাঁপুনি শেষ? কী বলছে আবহাওয়া দফতর
Winter Weather: আবহাওয়া দফতর বলছে আগামী ৩১ ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমবে না। মোটের উপর আগামী ৪–৫ দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। কলকাতায় আগামী ৩ দিন রাতের তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে।

কলকাতা: শুরু থেকেই এবারে যেন একেবারে খোশ মেজাজে শীত। রেকর্ডের পর রেকর্ড করেই চলেছে। বড়দিনেই করে ফেলেছিল বড় রেকর্ড। শহর কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৩ ডিগ্রি সেলিসিয়াসে। এবার বড়দিন কাটতে না কাটতেই পারা একেবারে ১২ ডিগ্রির ঘরে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ গোটা রাজ্যজুড়েই আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকছে। সঙ্গে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আগামী দু’দিন সকালবেলায় দুই বঙ্গেই কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে কুয়াশার কারণে ভোর ও সকালের তাপমাত্রা তুলনামূলকভাবে কম অনুভূত হবে। তবে আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা, কোথাও বৃষ্টির ইঙ্গিত নেই। পারাপতন জারি রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় ১০ ডিগ্রি সেলসিয়াসে, শ্রীনিকেতনে ৮ ডিগ্রি সেলসিয়াসে, বর্ধমান-বাঁকুড়াতে ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর বলছে আগামী ৩১ ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমবে না। মোটের উপর আগামী ৪–৫ দিনে তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। কলকাতায় আগামী ৩ দিন রাতের তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। বছরের শুরুতে তা ধীরে ধীরে বাড়তে বাড়তে বাড়তে পৌঁছাতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে উত্তরের হালচালও মোটের উপর একই থাকছে। উত্তরবঙ্গে আগামী ৫–৬ দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই। তবে কুয়াশার কারণে সকালের তাপমাত্রা আরও কম অনুভূত হবে। আগামী দু’দিন উত্তরবঙ্গে কুয়াশা জারি থাকবে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, একই ছবি দেখা যাবে কালিম্পংয়েও।
