Bangladesh: বাংলাদেশ সংখ্যালঘুদের উপর ‘অবিরাম হিংসা’ নিয়ে উদ্বেগ প্রকাশ, ইউনূসকে বড় বার্তা ভারতের
India on Bangladesh Present situation: ২০২৪ সালের অগস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরও হিংসা কমেনি। সেইসময় আক্রান্ত হয়েছিলেন হিন্দু-সহ বাংলাদেশের সংখ্যালঘুরা। যা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছিল ভারত। এবারও পরিস্থিতি একইরকম।

নয়াদিল্লি ও ঢাকা: ফের জ্বলছে বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পদ্মাপারের দেশ। আর এই পরিস্থিতিতে বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। একের পর এক হিন্দুকে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। হিন্দুদের উপর ‘অবিরাম হিংসার’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। ইউনূস প্রশাসনকে কড়া বার্তাও দিল। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলল বিদেশ মন্ত্রক।
২০২৪ সালের অগস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরও হিংসা কমেনি। সেইসময় আক্রান্ত হয়েছিলেন হিন্দু-সহ বাংলাদেশের সংখ্যালঘুরা। যা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছিল ভারত। এবারও পরিস্থিতি একইরকম। ওসমান হাদির মৃত্যুর পর ফের আক্রান্ত হচ্ছেন হিন্দু-সহ সংখ্যালঘুরা। ময়মনসিংহে দীপু দাসকে মারধরের পর জীবন্ত পুড়িয়ে মারা হয়। ওই ঘটনার প্রতিবাদে ভারতেও সরব হন বহু মানুষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজবাড়ি জেলায় অমৃত মণ্ডল নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়। নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাটের বিরুদ্ধে তোলাবাজি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তোলেন গ্রামবাসীরা। পুলিশের অনুমান, সেই ক্ষোভ থেকেই হামলা চালানো হয়েছে সম্রাটের উপর।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ‘অবিরাম হিংসা’ নিয়েই এদিন সরব হয় নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু যুবক দীপু দাসের খুনের তীব্র নিন্দা করছে ভারত। জয়সওয়ালের বক্তব্য, “হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের উপর বাংলাদেশে অবিরাম হিংসার ঘটনা যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। জড়িতদের বিচারের কাঠগড়ায় তোলা হবে বলে আমরা আশা করি।” বাংলাদেশের ঘটনার উপর ভারত নজর রাখছে বলে তিনি জানান। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এখনও পর্যন্ত সংখ্যালঘুদের উপর ২ হাজার ৯০০-র বেশি হিংসার ঘটনা ঘটেছে বলে জানান জয়সওয়াল। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচন অবশ্যই অবাধ ও স্বচ্ছ হওয়া উচিত বলে মন্তব্য করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
