Loksabha Election: বুথের ভিতর ওরা কারা? পুলিশ অবজারভার ঢুকেই…
Jalpaiguri: ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার একটিয়াশাল এলাকায় তিলেশ্বরী অধিকারি উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরও এক ব্যক্তি আবার ভোট দিতে গিয়ে ধরা পড়েন বলে অভিযোগ ওঠে। অভিযোগের পর তিলেশ্বরী অধিকারী হাইস্কুল পরিদর্শন করেন লোকসভার জলপাইগুড়ি জেলার পুলিশ অবজারভার সিএস রাও।
জলপাইগুড়ি: বুথের ভিতর ভোট গ্রহণের পরও ঠায় দাঁড়িয়ে থাকার অভিযোগ উঠছিল। হঠাৎই সেখানে হাজির হলেন খোদ পুলিশ অবজারভার। ঢুকেই ধমকে বের করেন তাঁকে। বেরিয়ে শুক্রবার বিকালে একটিয়াশাল এলাকায় যে বুথে বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখিয়েছিল, সেই বুথেই এই কাণ্ড ঘটে।
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার একটিয়াশাল এলাকায় তিলেশ্বরী অধিকারি উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরও এক ব্যক্তি আবার ভোট দিতে গিয়ে ধরা পড়েন বলে অভিযোগ ওঠে। অভিযোগের পর তিলেশ্বরী অধিকারী হাইস্কুল পরিদর্শন করেন লোকসভার জলপাইগুড়ি জেলার পুলিশ অবজারভার সিএস রাও।
তিনি আসতেই ভোটগ্রহণ কেন্দ্রে দেখেন এক যুবক দাঁড়িয়ে। কে তিনি, কী কারণে ভিতরে কোনও প্রশ্নেরই জবাব দিতে পারেননি। ঘাড় ধরে বের করে নেন। এরপর কেন্দ্রীয় বাহিনীর কাছে তথ্য নেন কেন বাইরের লোক ভোট কেন্দ্রে? যদিও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জলপাইগুড়ি জেলার পুলিশ অবজারভার সিএস রাও বলেন, “সারাদিন শান্তিপূর্ণ ছিল ভোট। খুব বড় অভিযোগ কিছু আসেনি। ভোট প্রক্রিয়ায় কোনও অসুবিধা হয়নি।”