Dhupguri: বউ ছেড়ে অন্য মহিলায় মজেছে মন, হাতেনাতে ধরতেই ভরা বাসস্ট্যান্ডে জুতো খুলে জামাইকে বেধড়ক মার শাশুড়ির
Dhupguri: এলাকার লোকজন বলছেন, বেশ কিছুদিন ধরেই ধূপগুড়ি পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের এক মহিলার সঙ্গে বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকান খুলে বসেছিল ওই যুবক। যদিও কেউ জিজ্ঞেস করলে তাঁরা জানাতো তাঁরা ভাই-বোন।

ধূপগুড়ি: বাড়িতে স্ত্রী রেখেও অন্য মহিলার সঙ্গে সম্পর্ক। এদিকে দিনের পর দিন নিজের বউয়ের গায়ে হাত, অত্যাচার। শেষ পর্যন্ত শাশুড়ির হাতে ধরা পড়ে গেল যুবক। প্রকাশ্য রাস্তাতেই চুলের মুঠি ধরে, জুতো খুলে চলল মার। ভিড় জমল পথচারীদের। শেষে পুলিশ এসে উদ্ধার করল যুবক ও তাঁর প্রেমিকাকে’। চাঞ্চল্যকর ঘটনা ধূপগুড়িতে।
এলাকার লোকজন বলছেন, বেশ কিছুদিন ধরেই ধূপগুড়ি পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের এক মহিলার সঙ্গে বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকান খুলে বসেছিল ওই যুবক। যদিও কেউ জিজ্ঞেস করলে তাঁরা জানাতো তাঁরা ভাই-বোন। যদিও তাঁদের গতিবিধি, দেখে অনেকের সন্দেহ হয়। যদিও জল যে এতদূর গড়াবে তা ভাবতে পারছেন না প্রতিবেশীরা। যদিও অনেকেই আবার বলছেন, ওই মহিলার সঙ্গেই ধূপগুড়ি গাদং কাজীপাড়া এলাকার ওই যুবকের দীর্ঘদিন থেকে বিবাহ বর্হিভূত সম্পর্ক। তা ঢাকা দিতেই ভাই-বোনের ‘নাটক’। এদিকে স্বামীর গতিবিধিতে দীর্ঘদিন থেকেই সন্দেহ স্ত্রীর। অভিযোগ, ওই মহিলার সঙ্গে সম্পর্কে যাওয়ার পর ঠিক মতো বাড়িতেও আসতো না ওই যুবক। ফিরলেও স্ত্রীর উপর অত্যাচার করতো বলে অভিযোগ।
সূত্রের খবর, বেশ কিছুদিন থেকেই যুবকের স্ত্রী ও শাশুড়ি মিলে যুবকের উপর নজর রাখছিল। সম্প্রতি ধূপগুড়ি বাস টার্মিনাসে তাঁদের হাতেনাতে ধরে ফেলে। অন্য মহিলার সঙ্গে মেয়ে জামাইকে দেখতে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মারতে শুরু করে দেন। পায়ের জুতো খুলে মারধর করেন সঙ্গে থাকা মহিলাকেও। শেষে স্থানীয় বাসিন্দারাই থানায় খবর দিলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।





