Police Raid: টোল প্লাজায় STF-এর অভিযান, দেড় হাজার কেজি গাঁজা সমেত পাকড়াও ৪
Police Raid: পিকআপ ভ্যানের ভিতরেই করা হয়েছিল আলাদা আলাদা চেম্বার। তার মধ্যেই ২২ প্যাকেটে রাখা ছিল প্রায় ১৫০০ কেজি গাঁজা। শনিবার দুপুরে ৩১ নং জাতীয় সড়কের পানিকৌড়ি টোল প্লাজা দিয়ে পাচার করার চেষ্টা করা হচ্ছিল।
জলপাইগুড়ি: ফের গাঁজা উদ্ধার। এবার জলপাইগুড়ি। টোল প্লাজায় STF এর অভিযানেই মিলল বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে এদিন জলপাইগুড়ি পানিকৌড়ি টোল প্লাজায় অভিযান চালায় STF। উদ্ধার হয়েছে প্রায় দেড় হাজার কেজি গাঁজা। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল একটা পিকআপ ভ্যান। তাতে করেই যে গাঁজা পাচার হচ্ছে তা গোপন সূত্রে মারফত জেনে যায় এসটিএফ।
পিকআপ ভ্যানের ভিতরেই করা হয়েছিল আলাদা আলাদা চেম্বার। তার মধ্যেই ২২ প্যাকেটে রাখা ছিল প্রায় ১৫০০ কেজি গাঁজা। শনিবার দুপুরে ৩১ নং জাতীয় সড়কের পানিকৌড়ি টোল প্লাজা দিয়ে পাচার করার চেষ্টা করা হচ্ছে। যে খবর আগেই পেয়েছিল শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্সের পুলিশ আধিকারিকেরা। ফাঁদ পাতা হয়েছিল রাজগঞ্জ পানিকৌড়ি টোল প্লাজায়।
গাড়ি আসতেই শুরু হয়ে যায় তল্লাশি। ভিতরের গোপন কুঠুরি থেকে বেরিয়ে আসে ২২টি বিশালাকার গাঁজার প্যাকেট। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় গাড়িতে থাকা চারজনকে। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে বিহারে এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক কষা হয়েছিল। ধৃতেরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা। সকলেই তোলা হবে জলপাইগুড়ি আদালতে।