Blast in Jungle Mahal: রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ, জঙ্গলমহলে ফিরে এল দশক আগের ‘ভয়’?
Blast in Jungle Mahal Rail Track: রবিবার বিকালে ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে হঠাৎ থেমে যায়। পিছন থেকে ভেসে আসে বিকট শব্দ।

ঝাড়গ্রাম: জঙ্গলমহলের বুকে ফিরে এল দশক আগে স্মৃতি। হঠাৎই কেঁপে উঠল এলাকা। তাও আবার মাওবাদী ‘শহিদ দিবসের’ শেষদিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে হঠাৎ থেমে যায়। পিছন থেকে ভেসে আসে বিকট শব্দ। জঙ্গলমহলে রেললাইনে বোমা বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণ বাঁচল যাত্রীদের।
রবিবার একই দিনে বিকাল নাগাদ দুই জায়গা রেললাইনে বিস্ফোরণ ঘটেছে। একটি ওড়িশার সীমান্ত এলাকা সুন্দরগড়। অন্যটি, এই গ্রামবাংলায়। রেলসূত্রে জানা গিয়েছে, ওই বিস্ফোরণের শব্দ সর্বপ্রথম কানে আসে রাজধানীর গার্ডের কানে। তিনিই স্থানীয় স্টেশনে খবর দেন। এরপর রাতের দিকে রেল আধিকারিকরা বিস্ফোরণ স্থলে পৌঁছে যান। অবশ্য, স্থানীয় প্রশাসন বিস্ফোরণ নিয়ে মুখ খুলতে চাননি।
প্রাথমিক ভাবে অনুমান, এই কাজ মাওবাদীদের। ওই একই দিনে ওড়িশাতেও রেললাইনে আইইডি বিস্ফোরণের খবর পাওয়া যায়। আর সব থেকে এই দিন কোনও সাধারণ দিন ছিল। মাওবাদী গোষ্ঠীগুলির কাছে এই দিন ছিল ‘শোকের’। কারণ, ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালনের ডাক দিয়েছিল মাওবাদীরা। ডাকা হয়েছিল বনধও। আর সেই শহিদ সপ্তাহের শেষদিনেই পরপর দু’জায়গায় ঘটল বিস্ফোরণ।
রেল সূত্রে খবর, রবিবারের পর সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকরা। গিয়েছে পুলিশ। পৌঁছছে ফরেন্সিকের টিম। তারা ওই বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। এবার সেই নমুনাই উত্তর দেবে বিস্ফোরণের মাধ্যম কী?

