বীরভূমে তারাপীঠ মন্দিরে পুজো বিজেপি সভাপতি জেপি নাড্ডার
তারাপীঠে জেপি নাড্ডা

বীরভূমে তারাপীঠ মন্দিরে পুজো বিজেপি সভাপতি জেপি নাড্ডার

sreejayee das |

Feb 09, 2021 | 5:13 PM

তারাপীঠের সভায় তাঁর নয়া সংযোজন ‘হিউম্যান ট্রাফিকিং’। তাঁর কথায়, ‘বাংলায় সবচেয়ে বেশি মানব পাচার হয়।’ দিলেন পরিসংখ্যান।

পরিবর্তন যাত্রার সূচনাই প্রধান লক্ষ্য। তবে তার আগে তারাপীঠের চিলার মাঠে সভায় তৃণমূল সরকারকে এক হাত নিলেন তিনি। ‘নমস্কার’ করে স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই শুরু করেছিলেন বক্তৃতা, তবে তাল কাটে শুরুতেই। মাইক বিভ্রাট। তারপর ফের স্বমহিমায় দেখা গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আর পাঁচ দিনের মতো দুর্নীতি থেকে উন্নয়ন-সব ইস্যুতেই শাসক শিবিরকে বেঁধেন তিনি। কিন্তু তারাপীঠের সভায় তাঁর নয়া সংযোজন ‘হিউম্যান ট্রাফিকিং’। তাঁর কথায়, ‘বাংলায় সবচেয়ে বেশি মানব পাচার হয়।’ দিলেন পরিসংখ্যান।