Kaliganj Election Result 2021 Live: কালিয়াগঞ্জে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ, বাম দূর্গে প্রতিপক্ষ হয়ে উঠছে ঘাসফুল
কালিয়াগ়ঞ্জে বিধানসভা কেন্দ্রের (Kaliyaganj Assembly Election Result Live Update) সমস্ত তথ্য জেনে নিন। অতীত থেকে বর্তমান, কীভাবে বদলাচ্ছে কালিয়াগঞ্জের সমীকরণ?
উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র (Kaliyaganj Assembly) উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। কালিয়াগঞ্জ (তফশিলি জাতি) বিধানসভা কেন্দ্রটি কালিয়াগঞ্জ পুরসভা, কালিয়াগঞ্জ সিডি ব্লক, বারুয়া, বিরঘাই গ্রাম পঞ্চায়েতগুলি রায়গঞ্জ সিডি ব্লকের অন্তর্গত। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আগে এটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। ১৭৯৩ সালে কালিয়াগঞ্জ অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ সালে সিপিআইএমের (CPIM) রমণীকান্ত দেবশর্মা কংগ্রেসের প্রমথনাথ রায় ও ১৯৮৭ সালে কংগ্রেসের নবকুমার রায়কে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৮২ ও ১৯৭৭ সালে কংগ্রেসের নবকুমার রায় সিপিআইএমের ননীগোপাল রায়কে পরাজিত করেছিলেন। ১৯৭১ সালে কংগ্রেসের দেবেন্দ্রনাথ রায় এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৬৯, ১৯৬৭ ও ১৯৬২ সালে শ্যামাপ্রসাদ বর্মণ কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে জিতেছিলেন। তার আগে কালিয়াগঞ্জ কেন্দ্রটি এখানে ছিল না। ১৯৫৭ ও ১৯৫১ সালে রায়গঞ্জ একটি যৌথ আসন ছিল। ১৯৫৭ সালে হাজি বদিরুদ্দিন আহমেদ ও কংগ্রেস শ্যামাপ্রসাদ বর্মণ উভয়ই রায়গঞ্জ কেন্দ্র থেকে জিতেছিলেন। ১৯৫১ সালে কংগ্রেসের শ্যামাপ্রসাদ বর্মণ ও গুলাম হামিদুর রহমান উভয়েই রায়গঞ্জ কেন্দ্র থেকে জিতেছিলেন।
২০১১ সালের নির্বাচনে কংগ্রেসের (Congress) প্রমথনাথ রায় তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের ননীগোপাল রায়কে পরাজিত করেছিলেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের ননীগোপাল রায় কালিয়াগঞ্জ (তফসিলি জাতি) কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রমথনাথ রায়কে পরাজিত করেছিলেন। ২০০১ ও ১৯৯৬ সালে কংগ্রেসের প্রমথনাথ রায় সিপিআইএমের রমণীকান্ত দেবশর্মাকে পরাজিত করেছিলেন।
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস (Congress) প্রার্থী প্রমথনাথ রায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ১২ হাজার ৮৬৮৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল (TMC) প্রার্থী বসন্ত রায়। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৬৬ হাজার ২৬৬৷ কংগ্রেস প্রার্থী প্রমথনাথ রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী বসন্ত রায়কে ৪৬ হাজার ৬০২ ভোটে পরাজিত করেছিলেন।
২০২১ বিধানসভা নির্বাচন