AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: বিএলও-র কলার ধরে টান, ভাগ্নের মাথায় পাথর… কী ঘটল চাঁচলে

Attack on BLO: সাজেদা এবং তাঁর ভাই রবিউল ইসলাম, স্বামী হোসেন আলি ও মেহেদি হোসেনের পরিবারের লোকেরা বিএলও-র উপর আক্রমণ করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গেলে ইট দিয়ে ভাগ্নার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত যুবক নুরুল ইসলাম চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Malda: বিএলও-র কলার ধরে টান, ভাগ্নের মাথায় পাথর... কী ঘটল চাঁচলে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 24, 2026 | 8:19 AM
Share

মালদহ: আক্রান্ত বিএলও। বাঁচাতে গিয়ে মাথা ফাটল আক্রান্ত বিএলও-র ভাগ্নের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদহের চাঁচলে। কাঠগড়ায় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা এবং তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএলও। মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। গোটা ঘটনার সামনে আসতেই জেলায় শুরু রাজনৈতিক তরজা।

মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি ১৯৩ নম্বর বুথের ঘটনা। চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও আনিসুর রহমান আক্রমণের শিকার হন বলে অভিযোগ। অভিযোগ, ওই বুথের একটি পরিবার এলাকায় না থাকার জন্য তিনি শুনানির নোটিস ওই পরিবারকে দিতে পারেননি। প্রাক্তন পঞ্চায়েত সদস্যা সাজেদা বেওয়া ও তাঁর পরিবার ওই বিএলও-র কাছে সেই নোটিস চান। বিএলও-র দাবি, তিনি জানিয়ে দেন যে যাঁর নোটিস, তাঁকেই দেবেন।

এরপরই সাজেদা এবং তাঁর ভাই রবিউল ইসলাম, স্বামী হোসেন আলি ও মেহেদি হোসেনের পরিবারের লোকেরা বিএলও-র উপর আক্রমণ করে বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গেলে ইট দিয়ে ভাগ্নার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত যুবক নুরুল ইসলাম চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

নির্দোষ বিএলও-দের উপর এমন আক্রমণ মানব না। এমনটাই বলছে এলাকার তৃণমূল নেতৃত্ব। চাঁচলের তৃণমূল ব্লক সভাপতি শেখ আফসার আলি বলেন, “তৃণমূল বিএলও-দের পাশে রয়েছে। আমরা আশ্বাস দিচ্ছি।” অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, এটা নেতাহই গ্রাম্য বিবাদের ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। কংগ্রেস নেতা বলেন, “আমাদের দলের প্রাক্তন সদস্যা তালিকা টাঙানোর জন্য অনুরোধ করা হলেও বিএলও সে কথা শোনেননি। একটা রাস্তা নিয়ে গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটে। দুটো পৃথক ঘটনাকে গুলিয়ে দেওয়া হচ্ছে।”