Vande Bharat Sleeper: পাতে মাছ-মাংস পড়ছে না, প্রথমবার হাওড়া থেকে বন্দে ভারত স্লিপারে চড়ে কী বলছেন যাত্রীরা?
Howrah Station: এদিন হাওড়া স্টেশনে যাত্রীদের স্বাগত এবং বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। তিনিও খাবারের বিষয়ে মুখ খুললেন। বললেন, অভিজাত এবং গুণমান সম্পন্ন ট্রেনের পরিষেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাবার নিয়ে শুধু শুধু চর্চা হচ্ছে।

হাওড়া: শুক্রবার বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এদিন সন্ধ্যায় হাওড়া থেকে ছাড়ল প্রথম ট্রেন, রওনা হল গুয়াহাটির উদ্দেশে। প্রথমবার এই ট্রেনের টিকিট পেয়ে যাঁরা যাত্রা করলেন, তাঁরা রীতিমতো উচ্ছ্বসিত। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের সার্বিক ব্যবস্থায় খুশি তারা। এই ট্রেনে আপাতত শুধুই নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে। তাতেও কোনও অসুবিধা নেই যাত্রীদের।
বন্দে ভারত এক্সপ্রেস স্লিপারের খাবার নিয়ে রাজনীতি চলছে গত কয়েকদিন ধরেই। কেন শুধু নিরামিষ খাবার দেওয়া হবে, তা নিয়ে বিতর্কও মাথাচাড়া দেয়। সেই বিতর্ককে দূরে সরিয়ে দিলেন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের যাত্রীরা।
শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে হাওড়া থেকে। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ থেকে এই ট্রেন চালু হয়েছে। যাত্রীদের বক্তব্য, গুণমানটাই আসল, আমিষ নাকি নিরামিষ, এটা কোনও বিষয় নয়। তাঁরা বলছেন, খাবার বাড়িতে গিয়েও খাওয়া যাবে। নিরাপদে এবং ভালভাবে ট্রেন চললেই হল। পরিষেবা ভাল হলেই তাঁরা খুশি।
ট্রেনের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। যাত্রীরা বলছেন, “খাবারের মান ভাল হলেই হল। সে ক্ষেত্রে নিরামিষ খাবারও যথেষ্ট ভাল লাগে।” বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ভিতরে অভ্যন্তরীণ পরিকাঠামো এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনায় উচ্ছ্বসিত যাত্রীরা বললেন, উত্তরবঙ্গ যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে। কিন্তু বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের প্রথম দিনের টিকিট পাওয়ার জন্য যেভাবে অপেক্ষা করেছি, তা আগে কখনও করিনি।
এদিন হাওড়া স্টেশনে যাত্রীদের স্বাগত এবং বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। তিনিও খাবারের বিষয়ে মুখ খুললেন। বললেন, “অভিজাত এবং গুণমান সম্পন্ন ট্রেনের পরিষেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাবার নিয়ে শুধু শুধু চর্চা হচ্ছে।”
আজ, শনিবার সকাল ৮টা ২০ মিনিটে কামাক্ষ্যায় তথা গুয়াহাটি স্টেশনে পৌঁছবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তবে যাঁরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবেন, তাঁদের অনেকেরই বক্তব্য, ট্রেনের সময়টা এমন যে এনজেপি-তে নেমে হোটেলে থাকতে হচ্ছে একটা অতিরিক্ত দিন। মোট ১৬টি বগি নিয়ে ৮৩০ জন যাত্রী সহ ট্রেনটি শুক্রবার নির্দিষ্ট সময়েই ছাড়ে।
