AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মালদহে কংগ্রেসে ভাঙন, ৫০০-র বেশি নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে

কংগ্রেস (Congress) থেকে তৃণমূলে (TMC) যোগ দিলেন পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৫০০ কর্মী। অন্যদিকে এই যোগদান ঘিরে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব।

মালদহে কংগ্রেসে ভাঙন, ৫০০-র বেশি নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে
নিজস্ব চিত্র
| Updated on: Jun 16, 2021 | 4:56 PM
Share

মালদহ: কংগ্রেস (Congress) থেকে তৃণমূলে (TMC) যোগ দিলেন পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৫০০ কর্মী। অন্যদিকে এই যোগদান ঘিরে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব। বুধবার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন।

এক সময় কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল মালদহ জেলা। তবে সময় বদলেছে। একুশের বিধানসভা ভোটে সারা রাজ্যের সঙ্গে মালদহও শূন্য হাতে ফিরিয়েছে কংগ্রেসকে। ক্রমশ কংগ্রেসের সেই জায়গা দখল করে নিয়েছে তৃণমূল। এবার ভোট মিটতে ফের ভাঙন মালদহ জেলা হরিশ্চন্দ্রপুর কংগ্রেসে। হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস পঞ্চায়েত সদস্য সহ প্রায় পাঁচশো কংগ্রেস কর্মী যোগ দিলেন তৃণমূলে।

এদিন হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় এই যোগদান কর্মসূচি। অন্যদিকে দলের কর্মীদের অন্ধকারে রেখে এই যোগদান কর্মসূচি হয়েছে, এই অভিযোগ তুলে মালদহের হরিশচন্দ্রপুর-১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাসের পদত্যাগ চেয়ে বুধবার তুলসিহাটা ভবানীপুর ব্রিজ ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হরিশচন্দ্রপুর এই তৃণমূল কর্মী ও সমর্থকেরা। বহু তৃনমূল কর্মী সমর্থক এই বিক্ষোভ মিছিলে সামিল ছিলেন। যা নিয়ে ফের প্রকাশ্যে এসে পড়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যা নিয়ে অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।

এদিকে কংগ্রেস থেকে ঘাসফুলে যোগদানকারী পঞ্চায়েত সদস্য জানিয়েছেন “তৃণমূলে যোগ দিয়ে ভালো লাগছে। কে কোথায় বিক্ষোভ করছে, আমার দেখে লাভ নাই, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে এগিয়ে যাব।” তবে তাঁর যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতৃত্ব আবার তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে তীব্র কটাক্ষ করেছে।

আরও পড়ুন: মানুষের দুয়ারে পৌঁছতে টোটো কিনলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী 

প্রসঙ্গত, মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরই বিজেপি শিবিরে ভাঙন শুরু হয়েছে। এর আগে মালদহে হরিশচন্দ্রপুরে গেরুয়া শিবিরে ভাঙন ধরেছে। হরিশচন্দ্রপুর ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। এখন কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত তাঁদের দখলে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।