AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Krishna Kalyani’s Car Accident: কৃষ্ণ কল্যাণীর গাড়িতে লরির ধাক্কা, 'খুনের ছক', অভিযোগ বিধায়কের

Krishna Kalyani’s Car Accident: কৃষ্ণ কল্যাণীর গাড়িতে লরির ধাক্কা, ‘খুনের ছক’, অভিযোগ বিধায়কের

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 16, 2022 | 5:00 PM

Share

পিএসি চেয়ারম্যানের গাড়িতে ধাক্কার ঘটনায় লরির চালককে আটক করা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ।

রায়গঞ্জ: বিধায়ককে আনতে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি! প্রাণনাশের চক্রান্ত করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের নতুন পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর। মালদা থেকে বিধায়ককে নিয়ে আসতেই বিধায়কের গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন তাঁর রক্ষী এবং ২ সহযোগী। দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষ্ণ কল্যাণীর আপ্ত সহায়কের বয়ান অনুযায়ী, রায়গঞ্জ থেকে মালদা যাওয়ার সময় গাজলের কাছাকাছি একটা জায়গায় গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। তাঁর অভিযোগ, এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুনের ছক। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন খোদ বিধায়ক।

প্রসঙ্গত, অতীতেও একবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল বিজেপি বিধায়কের গাড়ি। সেবারও গাড়িতে ছিলেন না কৃষ্ণ কল্যাণী। সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ও। কখনও কনভয়ে থাকা স্করপিওতে লরির ধাক্কা, কখনও আবার কনভয়ে থাকে পুলিশ ভ্যানে ট্রাকের ধাক্কা। বিরোধী দলনেতা অক্ষত থাকলেও শুভেন্দুর কনভয় একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ায় স্বাভাবিক ভাবেই তা রাজনৈতিক চর্চায় ইন্ধন জুগিয়েছে। নিরাপত্তা ইস্যুতে শাসকের বিরুদ্ধেই সুর চড়িয়েছে বিরোধীরা। এবার কৃষ্ণ কল্যাণীর নিজের গাড়িতে লরির ধাক্কা সেই চর্চায় নতুন উপাদান বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পিএসি চেয়ারম্যানের গাড়িতে ধাক্কার ঘটনায় লরির চালককে আটক করা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ।

 

Published on: Jul 16, 2022 03:13 PM