Mamata Banerjee on Congress: কার সঙ্গে লড়বে কংগ্রেস? গনি-গড়ে দাঁড়িয়ে বলে দিলেন মমতাই
Mamata Banerjee on Congress: লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সকালেই তিনি পৌঁছে যান মালদহে। প্রথমে পদযাত্রার পর মালদা টাউনে সভায় যোগ দেন মমতা। বক্তব্য রাখার সময় শুরুতেই তিনি বলেন, আমরা একাই লড়ব। আমরা জানি বিজেপিকে কীভাবে হারাতে হয়।
মালদহ: বাংলায় বসে যখন কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন, তৃণমূল আর কংগ্রেসের পথ আলাদা হলেও লক্ষ্য এক। অদূরেই তখন কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের গড় হিসেবে যে জেলার দীর্ঘদিনের পরিচিতি, সেই জেলাতেই কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন মমতা। সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বোঝালেন কংগ্রেস নয়, মালদহেও কাজ করেছে সেই তৃণমূলই। স্কুল থেকে মাদ্রাসা, বিমানবন্দর থেকে আইটিআই- সবটাই শাসক দলের হাত ধরে হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সকালেই তিনি পৌঁছে যান মালদহে। প্রথমে পদযাত্রার পর মালদা টাউনে সভায় যোগ দেন মমতা। বক্তব্য রাখার সময় শুরুতেই তিনি বলেন, “আমরা একাই লড়ব। আমরা জানি বিজেপিকে কীভাবে হারাতে হয়। বাংলাই পারে গোটা দেশকে পথ দেখাতে।” এরপর মালদহের উন্নয়নের হিসেব তুলে ধরে মমতা বলেন, “এখান থেকে বারবার কংগ্রেস নেতারা সাংসদ হয়েছেন। আপনারা বলুন তো কংগ্রেস কী করেছে?”
এদিন বিশিষ্ট কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর নামও শোনা যায় মমতার মুখে। তিনি বলেন, ‘বরকত দা থাকতে একটা গৌর ভবন তৈরি করেছিল। সেটারও আজ খারাপ অবস্থা।’ মমতা আরও বলেন, বরকত দার পরিবার থেকে কেউ ভোটে লড়ুক আমার কোনও আপত্তি নেই। আমরাও লড়ব। অর্থাৎ বাংলায় যে কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
মমতার সভামঞ্চ থেকে ৮০-৯০ কিলোমিটার দূরে বসে এদিনই কংগ্রেস নেতা জয়রাম রমেশ উল্লেখ করেছেন, কংগ্রেস আর তৃণমূলের পথ আলাদা হলেও লক্ষ্য এক। দুই দলই বিজেপিকে হারাতে যায় বলে মন্তব্য করেছেন জয়রাম। অপরদিকে, মমতা এদিন বলেন, ‘ওরা সিপিএম-এর সঙ্গে লড়বে। বিজেপিকে সুবিধা করে দেবে। আমরা একা লড়ব। বিজেপিকে হারাতে পিছপা হব না।’