Malda: ক্লাস টেনের ছাত্রীকে পাড়ার ‘মস্তানের’ কু-প্রস্তাব, উত্তেজনা মালদহের হরিশচন্দ্রপুরে
Malda: ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। সূত্রের খবর, ওই সময় পাড়ার কলে জল নিয়ে গিয়েছিল ওই দশম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, সেই সময়েই এলাকারই এক যুবক তাকে উত্য়ক্ত করতে শুরু করে বলে অভিযোগ।
মালদহঃ পাড়ার কলে জল নিতে গিয়েছে ক্লাস টেনের মেয়েটা। অভিযোগ, তখনই পাড়ারই এক যুবক ওই নাবালিকাকে উত্যক্ত করতে থাকে। কু-প্রস্তাবও দেওয়া হয়। ঘটনা জানতে পেরে যুবকের বাড়িতে নাবালিকার মামা গেলে তাঁর হাতে হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ। তাঁর স্ত্রীকেও মারধর করা হয়। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। তাঁরা বলছেন, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার একই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি।
ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবারের লোকজন। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। সূত্রের খবর, ওই সময় পাড়ার কলে জল নিয়ে গিয়েছিল ওই দশম শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, সেই সময়েই এলাকারই এক যুবক তাকে উত্য়ক্ত করতে শুরু করে। অশালীন প্রস্তাবও দেওয়া হয়। বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সবটা খুলে বলেন ওই নাবালিকা। সবটা শুনে ক্ষোভে ফেটে পড়েন তাঁর মামা। সোজা চলে যান যুবকের বাড়িতে কথা বলতে। অভিযোগ, সেখানে তাঁদের মারধর করেন যুবকের পরিবারের সদস্যরা।
নাবালিকার মামা বলছেন, আমার ভাগ্নিকে কু-প্রস্তাব দিয়েছিল ছেলেটা। আমরা ওর বাড়িতে বলতে গেলে উল্টে আমাদের মারধর করে। আমার স্ত্রীর হাতেও খুব আঘাত করেছে। আমার হাতেও কোপ মেরেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই ওই যুবক এলাকায় মাস্তানি করে আসছেন। অনেক মেয়ের সঙ্গেই এসব করেছেন। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। উল্টে ওর দাপট আরও বেড়েছে। সকলেই অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন।