AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tanmoy Bhattacharya: সিপিএমের যুব সংগঠনে নতুন ভূমিকায় তন্ময়, কী বলছেন মীনাক্ষী?

Tanmoy Bhattacharya: জুলাই মাসে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন মুর্শিদাবাদে অনুষ্ঠিত হবে। সেই সভার উপদেষ্টা মণ্ডলীতে রবীন দেব, আব্দুল হাই, নিরাপদ সর্দারদের পাশাপাশি রয়েছেন তন্ময় ভট্টাচার্য।

Tanmoy Bhattacharya: সিপিএমের যুব সংগঠনে নতুন ভূমিকায় তন্ময়, কী বলছেন মীনাক্ষী?
তন্ময় ভট্টাচার্য Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 03, 2025 | 8:28 AM
Share

মুর্শিদাবাদ: দল থেকে তাঁকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী। প্রাক্তন সেই বিধায়ক তন্ময় ভট্টাচার্য জায়গা পেলেন পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে। ডিওয়াইএফআই-এর কুড়িতম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদে। রবিবার রাজ্য সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় বহরমপুর রবীন্দ্র সদনে। সেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিই ডিওয়াইএফআইয়ের উপদেষ্টা কমিটিতে তন্ময় ভট্টাচার্যের নাম ঘোষণা করেন।

জুলাই মাসে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলন মুর্শিদাবাদে অনুষ্ঠিত হবে। সেই সভার উপদেষ্টা মণ্ডলীতে রবীন দেব, আব্দুল হাই, নিরাপদ সর্দারদের পাশাপাশি রয়েছেন তন্ময় ভট্টাচার্য। জুলাই মাসে এই রাজ্য সম্মেলন সফল করতে প্রস্তুতি সভার পাশাপাশি এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় বহরমপুরে।

সিপিএম যখন তন্ময়ের বিরুদ্ধে পদক্ষেপ করেছে, তখন উপদেষ্টা মণ্ডলীতে তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই মীনাক্ষী মুখোপাধ্যায় বললেন, “উনি ডিওয়াইএফআইয়ের প্রাক্তন নেতা। আমাদের সংগঠনের সম্মেলনের পুরো প্রক্রিয়া দলের গঠনতন্ত্র মেনে হয়। সেই গঠনতন্ত্র মেনেই উপদেষ্টা কমিটি গড়া হয়েছে। উনি আমাদের প্রাক্তনী। উনি তো ডিওয়াইএফআইয়ে ফেরেননি।”

এদিকে, ডিওয়াইএফআই নেতৃত্ব জানিয়েছে, গত এক বছরে সিপিএমের এই যুব সংগঠনে ৫১ হাজার সদস্য বৃদ্ধি পেয়েছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরে ডিওয়াইএফআই-এর সদস্য সংখ্যা বেড়েছে ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। এর মধ্যে বিগত ১ বছরে সদস্য সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৭৮৭। ২০২৪ সালে ৩১ লক্ষ ৪৪ হাজার ৬৭৩ জন ডিওয়াইএফআই এর সদস্য পদ নিয়েছে। ২০২৩ সালে যে সংখ্যা ছিল ৩০ লক্ষ ৯২ হাজার ৮৮৬। ২০২১ সালে ডিওয়াইএফআই-এর সদস্য সংখ্যা ছিল ২৯ লক্ষ ১৩ হাজার ৯৬১।