Nadia: ঘাস ফুল প্রতীকের উত্তরীয় গলায় থানার IC, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে
Nadia: বেশ কয়েকদিন ধরে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। চাপড়া থানার বড় আন্দুলিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় তৃণমূলের এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিল চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়।

নদিয়া: তৃণমূলের দলীয় কর্মসূচি। আর সেই কর্মসূচির মঞ্চে ঘাস ফুল প্রতীকের উত্তরীয় গলায় দিয়ে বসে থানার আইসি! সেই ভাইরাল ছবিকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার চাপড়া থানা এলাকায়। শুরু রাজনৈতিক চর্চাও। যদিও এই ছবি সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। চাপড়া থানার বড় আন্দুলিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় তৃণমূলের এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিল চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। এরপরই দেখা যায় সামাজিক মাধ্য়মে ওই অনুষ্ঠানের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে স্পষ্ট দেখা যায় আইসি অনিন্দ্য মুখোপাধ্যায় বসে রয়েছেন এবং তার গলায় রয়েছে তৃণমূলের প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয়। এর পরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। সূত্রের খবর, ওই ছবি চাপড়া তৃণমূল সংখ্যালঘু সেলের ইফতার মাহফিল অনুষ্ঠানের।
এ বিষয়ে তৃণমূল উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবাশিস রায় বলেন, “এই ধরনের অনুষ্ঠানে সমাজের বিশিষ্টদের সম্মান জানানো হয়। ঠিক তেমনি যদি সেখানে কোন পুলিশ আধিকারিককে সম্মান জানানো হয় তাতে বিতর্কের কোন বিষয় নেই।”
পাশাপাশি তিনি এটাও বলেন, “সেখানে তৃণমূলের প্রতীক চিহ্ন ছিল কিনা, তা স্পষ্ট জানা নেই। তাই সে বিষয়ে সুস্পষ্ট কোন প্রতিক্রিয়া দিতে পারব না।”
পাল্টা বিজেপি নেতা সোমনাথ কর বলেন, “ছবি দেখে স্পষ্ট থানার আইসি তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে। তিনি প্রশাসনের একজন কর্তা হয়ে কীভাবে একটি দলীয় অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের প্রতীক চিহ্ন যুক্ত উত্তরীয় পরতে পারেন? যেসব সমস্ত দাদাদের সঙ্গে তিনি মঞ্চে বসেছিলেন, সেই সমস্ত দাদারা যদি অপরাধমূলক কাজ করেন, তাহলে উনার স্পর্ধা হবে তাঁদের বিরুদ্ধে কোন আইনত ব্যবস্থা গ্রহণ করার?”





