Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: গ্যাসের লিঙ্ক করাতে মন্ত্রীর বউ নিচ্ছেন ২০০ টাকা! না-দিলে আঙুল উঁচিয়ে শাসানি

Nadia: কৃষ্ণনগরের বাসিন্দা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁর স্ত্রী সোমা বিশ্বাসের নামে এখানে রয়েছে চূর্ণী গ্যাস সার্ভিস। বুধবার সকাল থেকে এখানে তুমুল ঝামেলা। গ্রাহকদের অভিযোগ, গ্যাসের জন্য লিঙ্ক করাতে ২০০ টাকা করে চাইছে। গ্রাহকদের দাবি, সরকারি নিয়ম থাকলে, সর্বত্র এই টাকা নেওয়া হলে তাঁদের তা দিতে আপত্তি নেই। কিন্তু তেমনটা হচ্ছে না।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 4:51 PM

নদিয়া: মন্ত্রীর স্ত্রীর নামে রয়েছে গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ। সেখানে এখন আধার কার্ডের নম্বর লিঙ্ক করাচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, এই লিঙ্ক করাতে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। বলা হচ্ছে, সুরক্ষা পাইপের জন্য এই টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বুধবার। কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকায় রয়েছে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাসের নামে গ্যাস সার্ভিস সেন্টার। অভিযোগ, সেখানেই এভাবে টাকা নেওয়া হচ্ছে। যদিও মন্ত্রীর স্ত্রীর সাফাই, ২০০ টাকার পরিবর্তে দেওয়া হচ্ছে একটি গ্যাসের পাইপ।

কৃষ্ণনগরের বাসিন্দা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁর স্ত্রী সোমা বিশ্বাসের নামে এখানে রয়েছে চূর্ণী গ্যাস সার্ভিস। বুধবার সকাল থেকে এখানে তুমুল ঝামেলা। গ্রাহকদের অভিযোগ, গ্যাসের জন্য লিঙ্ক করাতে ২০০ টাকা করে চাইছে। গ্রাহকদের দাবি, সরকারি নিয়ম থাকলে, সর্বত্র এই টাকা নেওয়া হলে তাঁদের তা দিতে আপত্তি নেই। কিন্তু তেমনটা হচ্ছে না।

সঞ্জীব দত্ত নামে এক গ্রাহক বলেন, “আধার লিঙ্ক করাতে এসেছি। বলছে ২০০ টাকা দিতে হবে। কোথাও কোনও টাকা নিচ্ছে না, শুধু এখানে টাকা চাইছে। সরকারি যদি কোনও নিয়ম থাকে তাহলে তা এখানে লিখিত আকারে ঝুলিয়ে দিক। সেটাও করছে না। কেন আমরা অতিরিক্ত চার্জ দেব? বলছে গ্যাসের জন্য পাইপ কিনতে হবে। না হলে লিঙ্ক করে দেবে না। এমনকী টাকা নিলে কোনও রসিদও দিচ্ছে না। আর সকলের তো পাইপের দরকারও নেই। মাসের শেষে কেন লোকে ২০০ টাকা অকারণে খরচ করতে যাবে?”

এ নিয়ে এদিন মন্ত্রীর বউয়ের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু হয় এক গ্রাহকের। তুমুল বাকবিতণ্ডা চলতে থাকে। কিছুতেই গ্যাসের পাইপ কিনবেন না ওই গ্রাহক। এদিকে মন্ত্রীর স্ত্রী কিনিয়েই ছাড়বেন। একেবারে আঙুল উঁচিয়ে মন্ত্রীর বউকে বলতে শোনা যায়, “পাইপ না লাগতেই পারে। কিন্তু বাড়িতে অ্যাক্সিডেন্ট হলে কী হবে?” তুমুল ঝামেলা শুরু হয় ওই গ্রাহকের সঙ্গে। “ইন্ডিয়ান অয়েলের টোল ফ্রি নম্বরে ফোন করুন” বলে শাসাতে থাকেন সোমাদেবী বলে অভিযোগ। মন্ত্রী স্ত্রীর দাবি, এটি কোম্পানি থেকে দেওয়া হয়েছে গ্রাহকদের জন্য। তিনি কোম্পানির নির্দেশ অনুযায়ী কাজ করছেন।