বিরল চিকিৎসায় সন্তানলাভ প্রসূতির, সারা দেশের মধ্যে নজির সৃষ্টি জেলা হাসপাতালের

বিরল চিকিৎসার সন্তানলাভ করলেন এক প্রসূতি। দেশের মধ্যে নজির সৃষ্টি জেলা হাসপাতাল। মাস কয়েক আগে বিষক্রিয়ায় এক অন্তঃসত্ত্বার খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয় এক অন্তসত্ত্বার।

বিরল চিকিৎসায় সন্তানলাভ প্রসূতির, সারা দেশের মধ্যে নজির সৃষ্টি জেলা হাসপাতালের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 19, 2021 | 1:22 AM

নদিয়া: বিরল চিকিৎসার সন্তানলাভ করলেন এক প্রসূতি। দেশের মধ্যে নজির সৃষ্টি জেলা হাসপাতাল। মাস কয়েক আগে বিষক্রিয়ায় এক অন্তঃসত্ত্বার খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয় এক অন্তসত্ত্বার। যার ফলে তাঁর সন্তান প্রসব করা অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু সেই অসাধ্য সাধন করল নদিয়ার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড হসপিটালের চিকিৎসকেরা।

ঠিক কী উপায়ে চিকিৎসা?

ইন্টারমিটেট নিউট্রিশন থেরাপিতে রোগীকে পুষ্টি জাতীয় খাবার কৃত্রিম উপায়ে শরীর প্রবেশ করান চিকিৎসকেরা। এই পদ্ধতিতে প্রায় ৬ মাস ধরে চিকিৎসা চলার পর মঙ্গলবার ওই মহিলা সুস্থভাবে সন্তান প্রসব করেছেন। এই গোটা চিকিৎসা পদ্ধতি জেলা হাসপাতাল তো বটেই দেশের আর কোথাও হয়েছে কিনা সন্দেহ রয়েছে বলে দাবি চিকিৎসকদের।

নদিয়ার কল্যাণীর বাসিন্দা স্বাতী বারিক (২৬) বহুবছর ধরে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারেন না। অ্যাসিড পয়জনিংয়ের জন্য তাঁর শরীরের খাদ্যনালি খারাপ। দীর্ঘদিন এই সমস্যায় ভুগছিলেন তিনি। তখন তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা, নদিয়া কল্যানী কলেজ অব মেডিসিন অ্যান্ড হসপিটালের প্রসূতি বিভাগের চিকিৎসক মৃগাঙ্ক মৌলি সাহার কাছে চিকিৎসার জন্য আসেন স্বাতী দেবী। এর পর ডাক্তার সাহার পরামর্শে গত ছয় মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

এই ছয় মাস ধরে ইন্টারমিটেট নিউট্রিশন থেরাপির মাধ্যমে রোগীর শিরার মাধ্যমে শরীরে পুষ্টি প্রবেশ করানো হয়। পাশাপাশি গর্ভাবস্থায় শিশুর পুষ্টি ও তাকে বড় করার জন্য হিউম্যান অ্যালবুমিন দেওয়া হয় মায়ের শরীরে। এই ভাবে গত ছয় মাস চিকিৎসা চলার পর মঙ্গলবার ডাঃ মৃগাঙ্ক মৌলিক সাহার নেতৃত্বে ৮ জনের চিকিৎসক দল সোমবার বিকেলে সফলভাবে অস্ত্রোপচার করেন। স্বাতী দেবী একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন।

চিকিৎসকের দাবি, যে চিকিৎসা প্রণালীতে এই ডেলিভারি সম্পন্ন হল তা বিরল। রাজ্য তথা দেশে কোথাও এই পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা হয়েছে কিনা তা জানা নেই। তবে দেশের বাইরে কোথাও কোথাও হয়েছে বলে জানান ডাক্তার সাহা।

আরও পড়ুন: ট্রেনের কামরাতেই প্রসব যন্ত্রণা, রেল পুলিশের সাহায্যে প্লাটফর্মেই জন্ম সন্তানের 

মা ও শিশু দুজনেই এখন সুস্থ আছেন বলেই খবর। জেলা সরকারি হাসপাতালে এমন চিকিৎসা পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি রোগীর আত্মীয়রা। তাঁরা অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।