AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hospital chaos: হাসপাতালের ভিতরেই মহিলাকে বেধড়ক মার নিরাপত্তারক্ষীর, রইল ভিডিয়ো

Hospital chaos: সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই মারধরের ভিডিয়ো কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের বলেই দাবি করা হয়েছে। জেলা হাসপাতাল সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ভুল করে ঢুকে পড়েন অন্য ওয়ার্ডে।

Hospital chaos: হাসপাতালের ভিতরেই মহিলাকে বেধড়ক মার নিরাপত্তারক্ষীর, রইল ভিডিয়ো
হাসপাতালের ভিতর মারধরের অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2025 | 11:25 PM
Share

কৃষ্ণনগর (নদিয়া): সরকারি হাসপাতাল। চারিদিকে রোগী, রোগীর পরিজনরা দাঁড়িয়ে। তার মধ্যেই দেখা গেল বেনজির ছবি। হাসপাতালে ওয়ার্ডের মধ্য়েই মহিলাকে বেধড়ক মার নিরাপত্তারক্ষীর। ভাইরাল সেই ভিডিয়ো। যদিও, এর সত্যতা যাচাই করেননি টিভি ৯ বাংলা।

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই মারধরের ভিডিয়ো কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের বলেই দাবি করা হয়েছে। জেলা হাসপাতাল সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ভুল করে ঢুকে পড়েন অন্য ওয়ার্ডে। তারপর অন্য যে সকল রোগী রয়েছেন তাঁদের উপর অত্যাচার করছিলেন তিনি। সেই কারণেই হাসপাতালের নিরাপত্তারক্ষীকে ডাকা হয়। তখনই এই মারধরের ঘটনা ঘটে।

এখন প্রশ্ন হাসপাতালে মহিলা নিরাপত্তারক্ষী থাকার পরও কেন পুরুষ নিরাপত্তারক্ষী ওই মহিলার গায়ে হাত তুললেন? এ প্রসঙ্গে হাসপাতালের সিএমওএইচ বলেন, “ওই ভদ্রমহিলা মানসিক ভারসাম্যহীন। উনি যাকে সামনে পেয়েছে তাকেই মেরেছে। এই ধরনের ঘটনা আমাদের কাছে প্রথম। বাইরের স্টাফ এসে মেরেছে এমন কিছু জানি না। সুপারও আমায় রিপোর্ট করেনি।”