Crime: গভীর রাতে জুয়ার ঠেক, আচমকা রাউন্ডের পর রাউন্ড গুলিবর্ষণ!

Shoot Out: গুলিবর্ষণের শব্দ শুনে ছুটে আসে এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় এলাকার মানুষ আদিত্যকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Crime: গভীর রাতে জুয়ার ঠেক, আচমকা রাউন্ডের পর রাউন্ড গুলিবর্ষণ!
জিজ্ঞাসাবাদে পুলিশ, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 3:29 PM

নদিয়া: গভীর রাতে এলাকা থেকে দূরে চলছিল জুয়ার আসর। খেলা যখন জমে উঠেছে তখনই বিপত্তি! আচমকা আসরের মধ্যেই চলল গুলি। হল লুঠপাঠ! অভিযোগ, খেলা চলাকালীন কয়েকজন দুষ্কৃতী এসে হামলা করে। প্রায় ৪ রাউন্ড গুলি চালায় তারা। প্রায় আড়াই লক্ষ টাকা-সহ তিনটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালায় ওই দুষ্কৃতীরা বলে অভিযোগ। গুলিকাণ্ডে (Shoot Out) আহত হয় এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি চাপড়ার বাহিরগাছিতে।

আহত ব্যক্তি আদিত্য হালদারের পরিবারের তরফে জানা গিয়েছে, আহত ব্যক্তি বাজার থেকে ফেরার পথে গুলিতে জখম হন। তবে জুয়ার আসরে উপস্থিতির কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন আহতের পরিবার। আদিত্যর স্ত্রীর কথায়, “আমার স্বামী ঠিকাদারির কাজ করেন। তিনি কোনওদিন কোনও জুয়ার আসরে যাননি। বুধবার রাতে আমার স্বামী বাজারে দই আনতে যান। ফেরার সময়ে তাঁর উপর হামলা চালানো হয়।” আরও বলেন, “আমার স্বামীর শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয় না। সেখানে জুয়ার আসরে কীভাবে যাবে! সারাদিন বাইরে বাইরে কাজ করে বেড়ায়। কিছুদিন হল বাড়িতে ফিরেছে।”

চাপড়া থানার পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বাহিরগাছি থেকে বেশ কিছুটা দূরে গোপনে চলছিল জুয়ার আড্ডা। সেই আড্ডায় আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতী। কারা হামলা করেছিল তা স্পষ্ট নয়। তবে দুষ্কৃতীরা প্রায় ৪ রাউন্ড গুলি চালিয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পাশাপাশি আড়াই লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়েই আহত হন আদিত্য। তিনি নিজেও ওই জুয়ার আসরে উপস্থিত ছিলেন।

গুলিবর্ষণের শব্দ শুনে ছুটে আসে এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় এলাকার মানুষ আদিত্যকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম ফক্কর বিশ্বাস।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জুয়ার আসর চলে। বারবার বলেও কোনও লাভ হয়নি। পুলিশ কখনওই কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। গোলাগুলি, বোমাবাজি ওই এলাকার নিত্য ঘটনা বলেই দাবি গ্রামবাসীদের। জীবন হাতে নিয়েই তাঁদের দিন গুজরান। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসা তদন্তে নিহত বিজেপি কর্মীর খুনের ঘটনায় এই এলাকা পরিদর্শন করেছে সিবিআই। ফের জুয়ার আসরে গুলিকাণ্ডের জেরে চাপা উত্তেজনা ছড়িয়েছে বাহিরগাছিতে।

আরও পড়ুন:  Dilip Ghosh: ‘৬ লক্ষ ত্রিপল কোথায় গেল?’, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন দিলীপের

আরও পড়ুন: Madan Mitra: ‘আহা! কী শান্তি..’, মহালয়ায় এভাবেই ‘স্বর্গীয় সুখ’ অনুভব