SIR আবহে নদিয়ার শান্তিপুর থেকে বস্তাভর্তি ভোটার কার্ড উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য
Voter Card: স্থানীয় বাসিন্দারা বলছেন চারশো থেকে পাঁচশো ভোটার কার্ড থাকতে পারে। তারমধ্যে আবার অনেকই উত্তর চব্বিশ পরগনার। ইতিমধ্যেই সেগুলিকে নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তরজা।
শান্তিপুর: এসআইআর নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার শান্তিপুরে। জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল বস্তাবন্দি ভোটার কার্ড। প্রথমে নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদেরই। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন চারশো থেকে পাঁচশো ভোটার কার্ড থাকতে পারে। তারমধ্যে আবার অনেকই উত্তর চব্বিশ পরগনার। ইতিমধ্যেই সেগুলিকে নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে।
Published on: Dec 10, 2025 05:01 PM
Latest Videos
বাংলায় ৭ পুরুষের বাস হয়েও ভোটার তালিকায় কাটা নাম, কমিশনে নালিশ
SIR আবহে নদিয়ার শান্তিপুর থেকে বস্তাভর্তি ভোটার কার্ড উদ্ধার!
পদবি বদলে জেনারেল থেকে তফশিলি! আলিপুরদুয়ারের হ্যামিটনগঞ্জে শোরগোল
দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ, মৃত ২

