ফল বের হতেই বিজেপি নেতার বাড়ি ‘ভাঙচুর’, চাঞ্চল্য খড়দায়
বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ। নির্বাচনের ফল ঘোষণার পরই চাঞ্চল্য ছড়াল খড়দহে (Khardha)।
উত্তর ২৪ পরগনা: বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ। নির্বাচনের ফল ঘোষণার পরই চাঞ্চল্য ছড়াল খড়দহে (Khardha)।
খড়দহে বিজেপি নেতা বিশ্বনাথ ধরের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীরা তাঁরা মুখ ঢাকা অবস্থায় তার বাড়িতে ভাঙচুর চালায়, বাইক ভাঙচুর করে। আলমারি ভেঙে লুঠ করে তিন লক্ষ টাকা। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা ময়নার নেতৃত্বে এই হামলা চালানো হয়। যদিও ময়না বলেন, এটা বিজেপির আদি বনাম নব্যর লড়াই। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
জগদ্দল কেউটিয়া পালের বাগান অঞ্চল থেকে উদ্ধার হয় বেশ কিছু তাজা বোমা। বোমাগুলো রাখা ছিল একটি পরিত্যক্ত গোডাউনের মধ্যে। বোমাগুলি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে কেউটিয়া অঞ্চলে। কারা এই বোমা রেখেছিল, আর কেনই বা এই বোমা রাখা হয়েছিল, তার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।
আরও পড়ুন: বিজেপি কর্মীর গলায় তার পেঁচিয়ে, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই গোডাউনের পাশেই ভোটের সময় বিজেপির ক্যাম্প করেছিল। তারাই এই বোমা-গুলি এইখানে রেখেছে সন্ত্রাস ছড়ানোর জন্য। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ভাটপাড়া থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে।