Noapara Assembly Election Result 2021 Live Update in Bengali: নোয়াপাড়ায় পিছিয়ে বিজেপি, ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল 

Noapara Assembly Election Result 2021 Live Update in Bengali: নোয়াপাড়ার জমি কার? কংগ্রেস-বিজেপি নাকি ঘাসফুলের?

Noapara Assembly Election Result 2021 Live Update in Bengali: নোয়াপাড়ায় পিছিয়ে বিজেপি, ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল 
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 2:55 PM

২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র (Noapara Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এই আসন থেকে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল (TMC) প্রার্থী করেছে মঞ্জু বসু (Manju Basu) কে। বিজেপি (BJP)-র টিকিট পেয়েছেন সুনীল সিং (Sunil Singh)। অন্যদিকে সংযুক্ত মোর্চা সমর্থিত এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়ছেন শুভঙ্কর সরকার (Subhakar Sarkar)। এছাড়া অন্যান্য দলের আরও সাত প্রার্থী এই আসন থেকে ভোটে লড়ছেন।

২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্জুুন সিংয়ের গড়ে পিছিয়ে বিজেপি, ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল

বিজেপির দাপুটে সাংসদ অর্জুং সিংয়ের গড়েও পিছিয়ে পড়ছে বিজেপি। গোটা রাজ্যের মতো উত্তর ২৪ পরগনাতেও উঠেছে ঘাসফুল ঝড়। দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত কমিশন সূত্রে যে খবর পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, তৃণমূল প্রার্থী মনোজ বসু ৪ হাজার ২ টি ভোট পেয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী সুনীল সিং ২ হাজার ৬৬২ টি ভোট পেয়েছেন।

২০১৬ বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া

বিগত বিধানসভা নির্বাচনে এই আসনে কংগ্রেস জিতেছে। ২০১৬ বিধানসভা নির্বাচনে এই আসনে জিতে বিধায়ক হয়েছিলেন কংগ্রেসের মধুসূদন ঘোষ। তিনি তৃণমূলের মঞ্জু বসুকে ১,০৯৫ ভোটে হারিয়েছিলেন। তৃণমূল প্রার্থী মোট ভোট পেয়েছিলেন ৭৮,৪৫৩ আর কংগ্রেস প্রার্থী ৭৯,৫৪৮ ভোট। ২০১৬-র নির্বাচনে এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি। পদ্মপ্রার্থী ২৩ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।

মোট ভোটারের সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৪২,১৯২। মোট ভোট দিয়েছিলেন ১,৮৯,৪০১ জন। এখানকার ২৭১টি বুথে ৭৮ শতাংশের বেশি ভোট পড়েছিল।

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে প্রথমবার ভোট পড়েছিল ১৯৫৭ সালে। যেখানে জয়ী হয়েছিলেন পিএসপি প্রার্থী। এরপর এই বিধানসভা কেন্দ্রে সিপিএম ও কংগ্রেসের দাপট ছিল। তৃণমূল এই আসনে ২০০১ সালে জেতে। থেকে লাগাতার জিতেছে।

বিগত নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: মধুসূদন ঘোষ মোট প্রাপ্ত ভোট: ৭৯,৫৪৮ মোট ভোটার: ২,৪২,১৯২ ভোট শতাংশ: ৭৮.৯ শতাংশ মোট প্রার্থী: ৫