Panihati Councillor Murder: আততায়ীকে নিয়েই সেই হোগলা বনে তল্লাশি, উদ্ধার খুনে ব্যবহৃত সেভেন এমএম পিস্তল

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 16, 2022 | 4:25 PM

Panihati Councillor Murder: আগ্নেয়াস্ত্রের খোঁজে  এদিন সকালেই সেই হোগলা বনেই তল্লাশি চালায় সিআইডি। প্রায় কোমর সমান বনের ঝোপ। তার মধ্যে থেকেই পিস্তলটিকে উদ্ধার করা হয়।

উত্তর ২৪ পরগনা: পানিহাটি কাউন্সিলর খুনে নয়া তথ্য। খুনিদের হাতে আগ্নেয়াস্ত্র এসেছিল বিহারের মুঙ্গের থেকে, পুলিশি জেরায় স্বীকার বাপি পন্ডিতের। পুলিশ কাউন্সিলর খুনে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় আগেই। বুধবার খোঁজ মেলে আরও একটি সেভেন এম এম পিস্তলের। আগ্নেয়াস্ত্রের খোঁজে  এদিন সকালেই সেই হোগলা বনেই তল্লাশি চালায় সিআইডি। প্রায় কোমর সমান বনের ঝোপ। তার মধ্যে থেকেই পিস্তলটিকে উদ্ধার করা হয়। বাপির মুখে মুখোশ পরানো ছিল। তাকে সঙ্গে নিয়েই চলে তল্লাশি।

তদন্তকারী বলেন, “আমরা আগে দুজনকে গ্রেফতার করেছিলাম। এই ঘটনায় এখনও পর্যন্ত অনেক তথ্য আমাদের হাতে এসেছে। তদন্তে অনেকটাই এগিয়েছে। পুরনো কিছু শত্রুতা আছে। ২০২০ সাল থেকেই শত্রুতার তথ্য। সেসময়ে পরপর বেশ কয়েকটি ঝামেলা হয়। আমাদের হাতে বেশ কয়েকটি তথ্য এসেছে। খতিয়ে দেখা হচ্ছে।” প্রসঙ্গত, গত রবিবার রাতে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে খুনের পর আততায়ী এই হোগলা বনেই লুকিয়ে ছিল। স্থানীয়রাই তা দেখতে পেয়ে যান। এই হোগলা বনেই আগুন ধরিয়ে আততায়ীকে ধরে ফেলেন তাঁরা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ২ চিকিৎসকের মন কষাকষি, এসএসকেএম-এ অপারেশন টেবিলে প্রবল রক্তপাত রোগীর!