Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘বিজেপি এলে ৩ লাখের ঘর বানাব’, মমতার সভার পরেরই দিন সন্দেশখালিতে শুভেন্দু

Suvendu Adhikari: বিনা অনুমতিতেই সভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফেরিঘাট  থেকে হেঁটেই মঞ্চে পৌঁছলেন বিজেপি নেতা। মঞ্চে ওঠার আগেই শুভেন্দু টিভি ৯ বাংলাকে বললেন, তিনি সন্দেশখালির কুটুম তাই তাঁকে এভাবে স্বাগত জানানো হচ্ছে। আর তৃণমূলের যে সকল নেতারা এসেছিলেন তাঁরা বেনিফিসিয়ারি।

Suvendu Adhikari: 'বিজেপি এলে ৩ লাখের ঘর বানাব', মমতার সভার পরেরই দিন সন্দেশখালিতে শুভেন্দু
সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Dec 31, 2024 | 3:06 PM

প্রদীপ্তকান্তি ঘোষ ও সুমন মহাপাত্রর রিপোর্ট

সোমবার সন্দেশখালিতে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেখানেই সভা করছে বিজেপি। মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর এই সভার অনুমতি দেয়নি পুলিশ। বিনা অনুমতিতেই সভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফেরিঘাট  থেকে হেঁটেই মঞ্চে পৌঁছলেন বিজেপি নেতা। মঞ্চে ওঠার আগেই শুভেন্দু টিভি ৯ বাংলাকে বললেন, তিনি সন্দেশখালির কুটুম তাই তাঁকে এভাবে স্বাগত জানানো হচ্ছে। আর তৃণমূলের যে সকল নেতারা এসেছিলেন তাঁরা বেনিফিসিয়ারি।

সর্বশেষ তথ্য উপরে

  1. সন্দেশ খালিতে ২৭ হাজার বিধানসভায় জিতব। বসিরহাট উত্তর পারব না মুসলিম, বসিরহাট উত্তর জিতব হিন্দু আছে। ৮, ৫৩৩ জন সন্দেশখালিতে।ডবল করবেন তো। আপনাদের কুটুমকে কথা দিচ্ছেন তো। আত্মীয়কে।বিডিও অফিসে পৌষ সংক্রান্তির পরে কর্মসূচি নিতে নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী।
  2. শুভেন্দু অধিকারী: আপনাদের কালকে বলে গেছেন ষাট বছরের পরে সবাইকে বিধবা ভাতা দেব। ছিঃ ছিঃ। কাঞ্চন মল্লিক ৬ লাখ টাকা বিল জমা দিয়েছে বিধানসভায়। ওদের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে সন্দেশখালির দ্বীপে পাঠায়। সেখানকার সরল মানুষকে ঠকিয়ে মিথ্যা স্ট্রিং অপারেশন করে বাজারে ছেড়েছিল ফেক ভিডিয়ো রেখাকে হারাতে। আপনাদের উপর ভীষণ রাগ। সন্দেশখালিতে সন্দেশ খাওয়াতে হবে। জেলিয়াখালিতে জেলে হাব। আর ডিএম গুলো বলিহারি হ্যাঁ ম্যাডাম। সন্দেশের দোকান করব হ্যাঁ ম্যাডাম। সবেতে হ্যাঁ ম্যাডাম।
  3. শুভেন্দু অধিকারী: এখানকার মানুষের অবস্থা ভাল নয়। বাম আমলে কুড়ি হাজার টাকা করে ঋণ ছিল। এখন ঋণ হয়েছে মাথাপিছু ৫৯ হাজার টাকা করে।এই যে কিছু বাড়িতে ৬০ হাজার টাকা করে দিয়েছেন না? সেটাও ভারত সরকারের থেকে ঋণ নিয়ে। কাল এমন ভাবে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মনে হবে না, মনে হবে বিরোধী দলনেতা বা ৬ মাস আগে মুখ্যমন্ত্রী হয়েছেন। কাল বলছেন রামপুর জেলিয়াখালি করে দেব। আপনাকে করতে হবে না, বিজেপি ক্ষমতায় এলে করে দেবে। এতদিন পরে মনে পড়েছে সন্দেশখালিতে ৫০ বেডকে ১০০ বেড করবে। স্বাস্থ্য সাথীতে কিছু হয়? আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। একাধিক ভারত সরকারের স্কিম চালু করতে দেয়নি।
  4. শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামে আমি জিতেছি। আমার ভাইকে জিতিয়েছি কাঁথিতে। অভিজিৎ গাঙ্গুলীকে তমলুকে জিতিয়েছি। সন্দেশ খালি যে পথ দেখিয়েছে, আগামী দিন পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে।
  5. শুভেন্দু অধিকারী: বদলা নেব। আইন মেনে বদলা নেব। আমায় হারাতে গেছিল কলকাতা থেকে। আমি হারিয়ে পাঠিয়েছি। এবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী। উনি ধার করে টাকা দিচ্ছেন না। চাকরি নেই। লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা। আপনি জেনে রাখুন এক কোটি টাকা দিলেও কোনও হিন্দু ভোট দেবে না।
  6. শুভেন্দু অধিকারী: মমতা বন্দ্যোপাধ্যায়ের এসডিপিও ছিল আমিনুল। আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেঁতলেছে। পাঁচবার আটকেছে সায়েন্স সিটির কাছে। ধামাখালিতে তিনবার রুখেছি। হাইকোর্টের রায়ের জন্য হাততালি দিন। আমিও ভুলব না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের জেল খাটিয়েছেন, তাঁদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য বিজেপি মমতাকেও জেলে পাঠাবে।
  7. শুভেন্দু অধিকারী: অসুস্থ শরীরে বিকাশ দা এসেছেন। ওঁকে সুস্থ করার দায়িত্ব আমার। বিকাশ দা-কে জেল খাটিয়েছে। তবে হাইকোর্ট বসিরহাট পুলিশের দুই কান মুলে দিয়েছে। মাম্পিকেও তাই করেছিল। কে জেল খাটেনি? সাংবাদিকদের ছাড়েনি। আপনাদের জন্য অনেকে লড়েছেন। আমি আর সুকান্তবাবু দিল্লির জওহরলাল নেহেরুতে আপনাদের জন্য বক্তব্য রেখেছি। গোটা ভারত আপনাদের লড়াইকে শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালির কথা তুলে ধরেছেন।
  8. শুভেন্দু অধিকারী: তাপস ঘোষ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রেখা পাত্ররা সাতদিন থাকেন এখানে। জানেন তো রেখা মামলা করেছে। হাজী নুরুলের মনোনয়ন ত্রুটি যুক্ত। একই গাউন্ডে বীরভূমের দেবাশীষ প্রার্থী বাদ দিয়েছ। মমতার পোষ্য বাদ দিয়েছিল। কয়েকদিন আগে শুনানি ছিল। রাজ্য সরকার হলফনামা জমা দিতে গিয়েছিল। বিচারপতি হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টে। পরের শুনানি ১৫ই জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন সাংসদ বিজেপির হবে।
  9. শুভেন্দু অধিকারী: মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন শাহজাহানের মাঠ থেকে। রেখা-মাম্পিরা না বেরলে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকত মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি শিবু-শাহজাহানদের বলেছেন ভুলে যেতে? এতদিন অত্যাচার হয়েছে এখানে, মহিলাদের উপর অত্যাচার এগুলো ভুলে যান? এই মুখ্যমন্ত্রী বলেছেন ভুলে যেতে। কে দুষ্টু লোক মাননীয়া ? সব চেয়ে বড় দুষ্টুলোক মমতা বন্দ্যোপাধ্যায়।
  10. শুভেন্দু অধিকারী: এত চুরির পরও লোকসভা ভোটে এই বাংলায় ৩৯ শতাংশ হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আর ৫ শতাংশ হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি ভোট দেন তাহলেই ওপারে ইউনূস যাহা এপারে মমতা তাহা আমার কাছে হেরেছেন। এবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন। আর জঙ্গি-জিহাদিদের এ বাংলা থেকে উত্তরপ্রদেশের মতো সাফ করবেন।
  11. শুভেন্দু অধিকারী: আপনারা এক থাকবেন তো? ধর্ম পরিবর্তনের ইচ্ছা আছে? ওপারে রতন মজুমদার চাকরি বাঁচাতে ধর্ম পরিবর্তন করেছেন। ওঁর নাম হয়েছে শেখ শফিউল্লা। উনি চাকরি ছাড়তে পারেননি। ধর্ম ছেড়েছেন। ওই ১ লক্ষ টাকা ২০ হাজার টাকায় ঘর হয় না। বিজেপি এলে ৩ লাখ টাকার ঘর বানাব। সঙ্গে শৌচালয়। সৌর আলো। ইলেট্রিক বিল দিতে হবে না। তাই আর ১৫ মাস ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তারপর লাইন দিয়ে পদ্মফুলে ভোট দিতে হবে।
  12. শুভেন্দু অধিকারী: উনি এসেছিলেন। কোনও সন্দেশখালি দ্বীপের লোক যাননি। অনেক লোভ দেখিয়ে সভায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়। আকাশরানি এসেছিলেন। ৭ হাজার পুলিশ কাল এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষশেষের উৎসবের খবর ৩ কোটি। আপনার আমার জনগণের টাকা। আমি এসেছি আপনারা কেমন আছেন দেখতে। উনি কাল এসে অপবিত্র করে গিয়েছেন। আমি এসেছি পবিত্র করতে। ওম শান্তি।
  13. শুভেন্দু অধিকারী: বাংলাদেশে কী হচ্ছে জানেন তো? মহিলারা কি শাঁখা-পলা পরতে পারছে? পুরুষরা মাথায় তিলক রাখতে পারছেন? তুলসী মঞ্চ আছে? তাহলে এক থাকতে হবে। ওপারে ইউনুস যাহা এপারে মমতা তাহা। মাথায় ঢুকছে?