Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Group Clash: কারোও ভাঙল পা, কারোও ঝরল রক্ত, তৃণমূল পেটাল তৃণমূলকেই

Amdanga: এরপর আহতরা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই এলাকায় নতুন করে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, বিধায়ক অনুগামীরা তোয়েব গোষ্ঠীর লোকজন আতাউর মণ্ডল, রকিবুল ইসলামকে বেধড়ক মারধর করে। পা ভেঙে দেওয়া হয়।

TMC Group Clash: কারোও ভাঙল পা, কারোও ঝরল রক্ত, তৃণমূল পেটাল তৃণমূলকেই
আহত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 1:51 PM

আমডাঙা: বারবার উচ্চ-নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু তারপরও কাজের কাজ হচ্ছে কিছু? তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে অশান্ত আমডাঙা। অভিযোগ উঠছে এলাকায় বিধায়ক গোষ্ঠী ও এলাকার তৃণমূল নেতা তোয়েব আলির বিরুদ্ধে। আহত উভয়পক্ষেরই বেশ কয়েকজন।

ঝামেলার সূত্রপাত কবে?

জানা যাচ্ছে, গত ২১ জুন খড়িগাছিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আক্রান্ত হন বিধায়ক রফিকুর রহমান গোষ্ঠীর তিন জন। সেই ঘটনায় মারধরের অভিযোগ উঠেছিল তোয়েব গোষ্ঠীর দিকে। যদিও, দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তোয়েব।

এরপর আহতরা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই এলাকায় নতুন করে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, বিধায়ক অনুগামীরা তোয়েব গোষ্ঠীর লোকজন আতাউর মণ্ডল, রকিবুল ইসলামকে বেধড়ক মারধর করে। পা ভেঙে দেওয়া হয়। আহত এক ব্যক্তি বলেন, “আমি কাউকে মারিনি। এমএলএ যতদিন আছে ততদিন মারব। হাতুড়ি দিয়ে মেরেছ।” এখনও পর্যন্ত বিধায়কের কোনও বক্তব্য মেলেনি। তবে তোয়েব আলি বলেন, “আমি ঘটনার খবর এখনই পেয়েছি। দৌড়ে চলে এলাম। আগে শুনি ঠিক কী হয়েছে। তারপর দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”