AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাটপাড়ায় অস্ত্র কারখানা! শুরু রাজনীতির দড়ি টানাটানি

আগামী ২২ এপ্রিল ভাটপাড়ায় (Bhatpara) নির্বাচন। তার আগে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে এলাকা।

ভাটপাড়ায় অস্ত্র কারখানা! শুরু রাজনীতির দড়ি টানাটানি
ফাইল ছবি।
| Updated on: Apr 12, 2021 | 9:20 PM
Share

উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে ভাটপাড়ায় (Bhatpara) অস্ত্র কারখানার হদিশ। তাও আবার পুর এলাকায়। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে এলাকায়। বিজেপি-তৃণমূল নিজেদের মত করে দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যস্ত।

আগামী ২২ এপ্রিল ভাটপাড়া বিধানভা এলাকায় ভোট। এর আগে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়। রবিবার বোমা, গুলি উদ্ধারের পর এবার সেখানে মিলল অস্ত্র কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকিনাড়ার ভাটপাড়া থানা এলাকার কলাবাগানে বিশাল পুলিশ বাহিনী হানা দেয়। উদ্ধার হয় দু’টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটি কাঠামো-সহ অত্যাধুনিক মেশিন ও সরঞ্জাম।

আরও পড়ুন: আরও পড়ুন: Corona Cases and Lockdown News: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার, রেকর্ড সংক্রমণ দিল্লিতেও

স্থানীয় বিজেপি নেতা মহেশ সাউয়ের কথায়, “আমরা জানতে পেরেছি কলাবাগানে একদল তৃণমূলের দুষ্কৃতী বোমা তৈরি করছে, অস্ত্র বানাচ্ছে। বোমার মশলা-সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। এর আগেও এরকম ঘটেছে। এখনও হচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছি মানুষ যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন। পুলিশও সক্রিয় হয়ে তৃণমূল আশ্রিত এক গুন্ডাকে ধরেছে।”

অন্যদিকে তৃণমূলের দাবি, এই এলাকার সাংসদ, বিধায়ক দু’ই তো বিজেপির। ভাটপাড়া শহর তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষের কথায়, “নির্বাচন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চলছে। অর্জুন সিং সাংসদ। তাঁর ছেলে পবন সিং এলাকার বিধায়ক। তা হলে এলাকার দায়িত্ব তো তাঁদের উপরই। এসব তৃণমূলের ঘাড়ে ঠেলে লাভ কী! এলাকায় সবই তো ওদের অধীনে।”

তবে রাজনীতির এই তু তু ম্যায় ম্যায়-এর মধ্যেই সাধারণ মানুষের সামনে ভেসে আসছে ২০১৯ সালে লোকসভা ভোটের ছবিটা। ভোট ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাটপাড়া। দফায় দফায় গোলমাল চলে ভোটের আগে পরে। সে স্মৃতিই ফিরবে না তো, প্রমাদ গুনছেন তাঁরা।