AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh on Raju Jha: ‘রাজু ইদানিং আর কয়লা মাফিয়া নয়, ভাল ব্যবসায়ী ছিল, ছোট ভাইয়ের মতো ছিল আমার’, EXCLUSIVE অর্জুন সিং

North 24 Parganas: অর্জুন জানান, ব্যাঙ্ককে বিমানবন্দরে প্রথম রাজুর সঙ্গে পরিচয়। এরপর সম্পর্ক যথেষ্ট ভাল ছিল।

Arjun Singh on Raju Jha: 'রাজু ইদানিং আর কয়লা মাফিয়া নয়, ভাল ব্যবসায়ী ছিল, ছোট ভাইয়ের মতো ছিল আমার', EXCLUSIVE অর্জুন সিং
রাজু ঝাঁ ও অর্জুন সিং।
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 6:27 PM
Share

উত্তর ২৪ পরগনা: ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজু ঝা (Raju Jha Murder Case)। সেই মঞ্চে সেদিন উপস্থিত ছিলেন বিজেপির দুই সাংসদ। একজন দিলীপ ঘোষ, অন্যজন অর্জুন সিং (Arjun Singh)। দিলীপ আবার সে সময় বিজেপির রাজ্য সভাপতিও। সেই রাজুর এই মৃত্যু চমকে দিয়েছে অর্জুন সিংকে। রাজুকে নিয়ে টিভি নাইন বাংলায় খোলাখুলিই কথা বললেন ব্যারাকপুরের সাংসদ। অর্জুনের বক্তব্য, এই খুন রাজনীতির জন্য নয়, ব্যবসায়িক কারণেই। অর্জুনের সন্দেহ রয়েছে রাজুর গাড়ির চালককে নিয়েও। একইসঙ্গে তিনি জানান, তাঁর কাছে রাজু ছিলেন ছোট ভাইয়ের মতো। বড় দাদার প্রাপ্য সম্মানও তিনি পেয়েছেন শনিবার গুলিবিদ্ধ হয়ে নিহত কয়লার কারবারি রাজু ঝায়ের কাছ থেকে। তাই রাজুর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন সাংসদ। বিহারে সাংসদ অর্জুন সিংয়ের যেখানে বাড়ি, সেই এলাকাতেই রাজুরও বাড়ি। যদিও অর্জুন জানান, ব্যাঙ্ককে বিমানবন্দরে প্রথম রাজুর সঙ্গে পরিচয়।

রাজু ঝায়ের বিজেপি-যোগ নিয়ে এদিন অর্জুন সিং বলেন, “ওর যোগদানের দিন আমি ছিলাম, দিলীপদাও ছিলেন। তবে আমার হাত ধরে যোগদান বলাটা ভুল। কারণ, সেই সময় আমার অত ক্ষমতা ছিল না যে কাউকে জয়েন করাব। দিলীপদা সভাপতি ছিলেন। এই যোগদানের পর রাজু গ্রেফতারও হয়। জেলে ছিল। জেল থেকে বেরোনোর পর আর রাজনৈতিক কাজকর্মে দেখতাম না। তবে রাজু ঝা আমার খুব কাছের লোক ছিল। আমার ছোট ভাইয়ের মতো ছিল। একটা সময় কী করেছে আমি জানি না। তবে পরে ও ভাল ব্যবসায়ী ছিল।

অর্জুনের দাবি, “অনেক পুলিশ আধিকারিকের সঙ্গেও ওর ভাল সম্পর্ক ছিল। এখন কেউ সামনে বলবে না কার সঙ্গে কার ভাল সম্পর্ক ছিল। তবে আমি বলছি আমার সঙ্গে ওর ভাল সম্পর্ক ছিল। ছোটভাই হিসাবেই মানতাম। ও আমাকে সেই সম্মানও দিত। ওর ব্যবসার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই, তবে ও ছোট ভাই আমার। আজ ওর পরিবারের এই ক্ষতি, আমি নিশ্চয়ই ওর পাশে থাকব। আমি হয়ত ২-১ দিনের মধ্যে যাবও ওর বাড়িতে।”

বিভিন্ন সংবাদমাধ্যমে রাজু ঝায়ের পরিচিতি ‘কয়লা মাফিয়া’ হিসাবে উঠে আসা নিয়েও অর্জুন বলেন, “ও নিজের ইচ্ছায় বিজেপিতে আসে। সেখানে আমার কোনও ভূমিকা ছিল না। ২০২১ সালে ও যোগ দেয়। তারপর ও পার্টি করত না। আর ওখানে কয়লা চুরির যে ব্যবসা ওখানে চলত, সেটা অনেকদিন ধরেই বন্ধ। কয়লার মধ্যে ও ছিলও না। অনেকে বলছে কয়লা মাফিয়া, সেটা নয়।”

অর্জুনের দাবি, তাঁর ‘ছোট ভাইয়ের মতো’ রাজু ইদানিং পুরোদমে ব্যবসাই করছিলেন। অর্জুনের কথায়, “ওর কোনও গুন্ডামি, মাস্তানিতে এখন নাম নেই। একটা সময় নিশ্চয়ই কিছু করেছিল, তার জন্য এই ট্যাগ লেগেছিল। তারপর দেখলাম ওর ব্যবসা। হোটেল, মেডিক্যাল হাসপাতাল করছিল। জানি না কী হল, কেন খুন হয়ে গেল। তবে রাজনীতি এর কারণ মনে হয় না, হলে ব্যবসায়িক বিষয়ই হবে।”

আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?