ইসিএলের খনি এলাকায় বাড়িতে ফাটল! উদ্বেগে ঘর ছেড়ে গাছতলায় বাসিন্দারা
শুক্রবার বিক্ষুব্ধ গ্রামবাসীরা (Jambad) খনির গাড়ি আটকে বিক্ষোভ দেখান।
পশ্চিম বর্ধমান: আসানসোল (Asansol) দুর্গাপুর এলাকার কয়লা খনি অঞ্চলে ধস নামার ঘটনা নতুন নয়। সেই তালিকাতেই নতুন সংযোজন জামবাদ খোলামুখ খনি এলাকার পড়াশকোল গ্রাম। গোটা এলাকায় ব্যাপকভাবে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে ঘর ছাড়ছেন গ্রামের মানুষ। আশ্রয় নিচ্ছেন গাছতলায়। ঘরবাড়ি থেকে রাস্তা কোনও কিছুই বাদ যায়নি ফাটলের হাত থেকে।
স্থানীয়রা জানান, জামবাদ খোলামুখ খনিতে বিস্ফোরণের জন্যই গ্রামের প্রচুর বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তৈরি হয়েছে ধস নামার সম্ভাবনাও। অভিযোগ, গ্রামের বাসিন্দারা বারবার ইসিএলের দফতরে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। অথচ একই ভাবে জামবাদ খোলামুখ কয়লা খনি এলাকায় কয়েক মাস আগে একটা বাড়ি মাটির নিচে চলে যায়। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। সে সময়ও ইসিএলের বিভিন্ন দফতরে বিক্ষোভ হয়েছিল। তাতে লাভ হয়নি।
এবার জামবাদ খোলামুখ খনি এলাকার পড়াশকোল গ্রামের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে ঘর ছাড়ছেন গ্রামের মানুষ। আতঙ্কে ঘর ছাড়া মুনমুন দে জানান, যে ভাবে জামবাদ খোলামুখ খনিতে বিস্ফোরণ হয়, তার জন্যই গ্রামের প্রচুর বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ধসে যেতে পারে যে কোনও সময়। অথচ কর্তৃপক্ষের কোনও হেলদোলই নেই।
আরও পড়ুন: এদিক ওদিক চলে যান মানসিক ভারসাম্যহীন বাবা, করোনাকালে বন্দি করা হল বাঁশের খাঁচায়
শুক্রবার বিক্ষুব্ধ গ্রামবাসীরা খনির গাড়ি আটকে বিক্ষোভ দেখান। জামবাদ খোলামুখ খনির জেনারেল ম্যানেজারের দফতরেও বিক্ষোভে দেখানো হয়। ঘটনাস্থলে পরিদর্শন করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর। যদিও ইসিএল কর্তৃপক্ষের মুখে কুলুপ।