AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sayntika Banerjee faces Accident: পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা, গুরুতর জখম তৃণমূলের রাজ্য সম্পাদিকা!

Accident: সায়ন্তিকার (Sayantika Banerjee) গাড়িতে ধাক্কা ১২ চাকার লরির। গুরুতর জখম অভিনেত্রী তথা তৃণমূল রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Sayntika Banerjee faces Accident: পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা, গুরুতর জখম তৃণমূলের রাজ্য সম্পাদিকা!
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: সোশ্যাল মিডিয়া
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 11:00 AM
Share

পশ্চিম বর্ধমান: সায়ন্তিকার (Sayantika Banerjee) গাড়িতে ধাক্কা ১২ চাকার লরির। গুরুতর জখম অভিনেত্রী তথা তৃণমূল রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে পশ্চিম বর্ধমানের রাজবাঁধের কাছে সায়ন্তিকার গাড়িতে পাশ থেকে ধাক্কা মারে একটি পণ্যবাহী লরি। ঘটনায় হাতে চোট পেয়েছেন সায়ন্তিকা বলে খবর।

গত কয়েকদিন ধরে বাঁকুড়াতেই ছিলেন একুশের ভোটে তৃণমূলের টিকিটে লড়া এই অভিনেত্রী। এক সপ্তাহ ধরে বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু সকাল ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে তাঁর গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়ে মুচড়ে যায় গাড়ির একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও ২ জন।

বৃহস্পতিবার সকালে কলকাতায় ফেরার পথে এই ঘটল এই দুর্ঘটনা। জানা গিয়েছে, বারো চাকার লরিটি পাশ থেকে ধাক্কা মারে সায়ন্তিকার গাড়িতে। ঘটনায় হাতে গুরুতর চোট লেগেছে তাঁর। তাছাড়া গাড়িটিরও ক্ষতি হয়েছে। এদিকে পুলিশ সূত্রেও খবর, রাজবাঁধ ঢোকার সময় একটি বারো চাকার লরি পাশ থেকে ধাক্কা মারে সায়ন্তিকার গাড়িতে। জানা গিয়েছে, সায়ন্তিকা সহ আরও দু’ জন ছিলেন গাড়িতে। তাঁরাও আহত হয়েছেন। তবে তাঁদের চোট অতটা গুরুতর নয়। সূত্রের খবর, এই দুর্ঘটনার পর সায়ন্তিকা আবার বাঁকুড়ায় ফিরে গিয়েছেন। অন্যদিকে ঘাতক লরির চালককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে লরিটিকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসা মামলায় আরও দুটি মামলা রুজু করল সিবিআই

আরও পড়ুন: Kolkata Municipal Corporation 2021: কংগ্রেসের পতাকা লাগালে প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় তৃণমূল! উত্তপ্ত ২৬ নম্বর ওয়ার্ড