Mystery Death: মুখ থেকে গ্যাঁজলা উঠে মৃত্যু মা ও ২ সন্তানের, ভুল চিকিত্সার অভিযোগে গ্রেফতার গ্রামীণ ডাক্তার
Death in Daspur: পুলিশ সূত্রে খবর, একদিন আগেই কাজের সূত্রে বাইরে চলে যান গৃহকর্তা সুশান্ত। আর শুক্রবার থেকেই পরিবারের তিন সদস্যের বমি, পায়খানা হতে থাকে
পশ্চিম মেদিনীপুর: বমি, পায়খানা, তার পর মুখ দিয়ে গাঁজলা উঠে মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একই পরিবারের তিন সদস্যের একই ভাবে মৃত্যু (Mystery Death) ঘিরে তীব্র চাঞ্চল্য় ছড়ায়। সেই ঘটনায় এ বার ভুল চিকিত্সার অভিযোগে গ্রামীণ ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ।
দাসপুর থানার পুলিশ জানিয়েছে, ওই মহিলা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে গ্রামীণ চিকিত্সকের ভুল চিকিত্সার জন্য। ওই গ্রামীণ চিকিত্সক সত্যিই পেশাদার কি না, তাঁর কাছে সবরকম শংসাপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। রবিবার ধৃতকে ঘাটাল আদালতে তোলা হয়। আদালতের তরফে ধৃতকে ২ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিক কী হয়েছিল? শনিবার, দাসপুর থানার জ্যোতগোর্বধন গ্রামের বাসিন্দা পেশায় সোনার কারিগর সুশান্ত বেরার স্ত্রী মৌমিতা বেরা (৩৪), মেয়ে অভিষিক্তা বেরা (১১) ও ছেলে অভিষেক বেরা (৮), একই পরিবারে ৩ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, একদিন আগেই কাজের সূত্রে বাইরে চলে যান গৃহকর্তা সুশান্ত। আর শুক্রবার থেকেই পরিবারের তিন সদস্যের বমি, পায়খানা হতে থাকে। তার পর শনিবার সকালে মৌমিতা ও তাঁর ছেলে ও মেয়ের শারীরিক অসুস্থতা দেখা দেয়। সকালে অভিষেক নামে ছোট ছেলেকে দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মৃত্যু হয় মেয়েরও!
অপরদিকে মৌমিতা ও অভিষিক্তার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। মা ও মেয়েকে দাসপুর গৌরা এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলে এদিন সন্ধ্যে নাগাদ মৃত্যু হয় তাঁদের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একই পরিবারের তিনজন সদস্যের এভাবে মৃত্যু নিয়ে শুরু হয় আতঙ্ক।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় দাসপুর থানায়। পুলিশের প্রাথমিক অনুমান খাদ্যে কোনও প্রকার বিষক্রিয়ার কারণে মৃত্যু হতে পারে। যদিও পুরো ঘটনাই ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে জানা যাবে। মৃতের পরিজনেরা জানিয়েছেন, মৌমিতা এবং তাঁর দুই সন্তান দুজনেই ভুগছিলেন। প্রথমে তাঁরা গ্রামীণ হাসপাতালে চিকিত্সা করাতে যান। সেই চিকিত্সকের থেকে ওষুধ এনে খাওয়াও শুরু করেছিলেন তাঁরা। তারপরেই আরও অসুস্থ হয়ে পড়েন মৌমিতারা।
এদিকে শনিবারই ডায়রিয়া হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৯ জনের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। ডাইরিয়া হয়ে মৃত্যু বলে জানান পরিবারের সদস্যরা। মুর্শিদাবাদ মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের ডাহাপাড়া গ্ৰামপঞ্চায়েতের কমলা পুস্করিণী গ্ৰামে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় একটি টিউবওয়েলে থেকেই সকলে পানীয় জল ব্যবহার করেন। সেই জল থেকেই এই অসুখ বলে অনুমান স্থানীয়দের। প্রশাসনের পক্ষ থেকে ওই টিউবয়েলের জল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই টিউবওয়েলটি থেকে জল তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: TMC Councilor Suicide Case: তৃণমূল কাউন্সিলরকে আত্মহত্যার প্ররোচনা, ১ বছর পর গ্রেফতার আপ্তসহায়ক!