Medinipur: টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ, নাম জড়াল তৃণমূলের ব্লক সভাপতির দাদার

Garbeta: গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির সুন্দরা গ্রাম। সেখানে রয়েছে ইউক্যালিপটাস গাছের বিরাট জঙ্গল।

Medinipur: টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ, নাম জড়াল তৃণমূলের ব্লক সভাপতির দাদার
টেন্ডার ছাড়া গাছ কাটার অভিযোগ। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 11:26 AM

মেদিনীপুর: কোনওরকম টেন্ডার ছাড়াই পঞ্চায়েত সমিতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দাদার বিরুদ্ধে। গড়বেতার এই ঘটনা ঘিরে চাপানউতর তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এ নিয়ে তৃণমূল বিজেপি একে অপরকে কটাক্ষ করতেও ছাড়েনি।

গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির সুন্দরা গ্রাম। সেখানে রয়েছে ইউক্যালিপটাস গাছের বিরাট জঙ্গল। অভিযোগ, দু’ তিনদিন ধরে সেই জঙ্গল কাটা শুরু হয়েছে। এলাকার গ্রামবাসীদের অভিযোগ, কোনওরকম টেন্ডার ছাড়াই গাছ কাটা চলছিল। এই ঘটনায় নাম জড়ায় শাসকদলের স্থানীয় ব্লক সভাপতির দাদার।

স্থানীয় বিজেপি নেতা রাজীব কুণ্ডুর অভিযোগ, তৃণমূল কংগ্রেস এভাবেই সমস্ত সরকারি সম্পত্তি চুরি করছে। এই চুরি ওদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজীব ঘোষ জানিয়েছেন, তিনি সমস্ত বিষয়টি জানেন না। তবে যদি কেউ দোষী প্রমাণিত হন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল এ ধরনের কাজকে প্রশয় দেবে না।

পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাইরতন বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। অন্যদিকে আড়াবাড়ি ফরেস্টের রেঞ্জ অফিসার মলয় ঘোষের বক্তব্য, “আমাদের কাছে কোনও রকম অনুমতি কেউ নেয়নি। দনদফতরের কাছ থেকে অনুমতি না নিয়ে এভাবে কোনও গাছ কাটা যায় না। বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”

বিজেপি নেতা রাজীব কুণ্ডু বলেন, “এ রাজ্যে তৃণমূলের নেতারা কোথাও রোজগারের গন্ধ পেলেই সেখানে ছোটে। এভাবে গাছ কেটে সেই টাকা তোলে। জঙ্গলের পর জঙ্গল লুঠ করছে। সেই টাকায় দেনা মেটাবে। সব ভাই একইরকম।” অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, “এই বিষয়ে আমি জানি না। পঞ্চায়েত সমিতির কাছে খবর নিয়ে দেখছি। দলগত ভাবে যা ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই নেব। আমরা কখনওই কোনও অন্যায়কে প্রশ্রয় দিই না। আর বিজেপির কে কী বলল তাতে কান দিয়ে লাভ নেই। ওরা কী করছে তা তো গোটা দেশের মানুষই দেখছে।”

এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাইরতন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “বিজেপি কী বলল জানি না। সামান্য সুযোগ পেলেও বিরোধীরা তো ছাড়বে না। তবে অফিশিয়ালি কাগজপত্র জমা না হওয়ার আগে কাটা শুরু হয়ে যাওয়ায় সমস্যাটা তৈরি হয়েছে। হয়ত ভেবেছে সংগঠনের সঙ্গে যুক্ত তাই কোনও বাধা আসবে না। তবে সংগঠন আর প্রশাসন তো এক নয়। একেবারেই আলাদা। টেন্ডার ডাকার আগেই গাছ কাটা তো যায় না। আমরা পুলিশকে জানিয়েছি। পঞ্চায়েত সমিতি থেকেও ব্যবস্থা নিচ্ছি। এরকম ঘটনা ঘটানোর জন্য দৃষ্টান্তমূলত ব্যবস্থা নেওয়াই উচিৎ।”

আরও পড়ুন: গ্রেফতারির পরও হাসপাতাল থেকে এখনই ছাড়া হচ্ছে না বিকাশ মিশ্রকে! কারণ জানতে মরিয়া সিবিআই