ভোট মিটতেই ফিরল সৌজন্য, ‘দিদি’কে জয়ের শুভেচ্ছা জানালেন মোদী
আগামী সময়ে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে রাজ্য সরকারকে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
কলকাতা: একুশের বিধানসভা ভোটে ঐতিহাসিক জয়ের জন্য অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারে নেমে তাঁর সুর করে ‘দিদি, দিদি’ ডাক নিয়ে তীব্র হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। সেই ‘দিদি’ এবং তাঁর দলের জয় নিয়ে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন নমো। একই সঙ্গে আগামী সময়ে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে রাজ্য সরকারকে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।আগামী সময়ে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে রাজ্য সরকারকে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
টুইটে তিনি লিখেছেন, “তৃণমূলের জয়ের জন্য মমতা দিদির তৃণমূলকে শুভেচ্ছা। জনগণের আকাঙ্খা পূরণ করতে এবং কোভিড ১৯ অতিমারি পরিস্থিতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সরকারকে সবরকম সহযোগিতা অব্যাহত রাখবে।” পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের জয়ী মুখ্যমন্ত্রীদেরও জয়ের শুভেচ্ছা জানিয়েছেন নমো।
Congratulations to Mamata Didi for @AITCofficial‘s win in West Bengal. The Centre will continue to extend all possible support to the West Bengal Government to fulfil people’s aspirations and also to overcome the COVID-19 pandemic. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে তীব্র মৌখিক আক্রমণের জেরে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। সৌজন্য চুলোয় গিয়েছিল, রাজনৈতিক তিক্ততা উঠেছিল চরমে। কখনও চরম কটাক্ষের পথে হেঁটে আপত্তিকর ভাষারও প্রয়োগ করেছিলেন তৃণমূল নেত্রী, এমনটাই দাবি বিজেপির। এই সব অধ্যায় পেরিয়ে অবশেষে নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে তৃণমূল। তারপরই তাঁকে শুভেচ্ছে জানান মোদী।