Katwa: গরু খোঁজার মতো গৌর ঘোষের মোষ খুঁজছে কাটোয়া থানার পুলিশ
Katwa: কথায় বলে গরু খোঁজার মতো খোঁজা। একই অবস্থা হয়েছে কাটোয়া থানার (Katwa Police Station) পুলিশের। তবে গরু খোঁজার মতো করে মোষ খুঁজতে বেরিয়েছে তারা। যা নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে এলাকায়।
কাটোয়া: কথায় বলে গরু খোঁজার মতো খোঁজা। একই অবস্থা হয়েছে কাটোয়া থানার (Katwa Police Station) পুলিশের। তবে গরু খোঁজার মতো করে মোষ খুঁজতে বেরিয়েছে তারা। যা নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, জনৈক গৌর ঘোষের গোয়ালঘর থেকে দু’ দুটি মোষ চুরির অভিযোগ পাবার পরেই শুরু হয়েছে তদন্ত। যে পুলিশ চোর- ডাকাত- অপরাধীদের ধরে তাদের এখন চুরি যাওয়া মোষ উদ্ধার করতে গিয়ে হিমশিম দশা। এদিকে বহু খুঁজেই মোষ না পেয়ে গৌর ঘোষ এখন পুরো ভরসা করছেন পুলিশের উপর। তাঁর আশা মিলে যাবে হারানো দুটো মোষ।
কেমন করে হারাল গৌরের মোষ?
কালনার শ্রীখণ্ডের কাছারি পাড়ার বাসিন্দা গৌর ঘোষ। চলতি মাসের ৪ তারিখ রাতে তাঁর গোয়ালঘর থেকে চুরি হয় দু’ দুটি মোষ। গৌর জানাচ্ছেন, তাঁর উপার্জনের মূল উৎসই ওই দুটো মোষ। চুরি যাওয়া দুটি মোষের দুধ বিক্রি করেই সংসার চালাতেন তিনি। তাই তাদের হারিয়ে ফেলায় রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এসব জানাতে গিয়ে ভেঙে পড়েন গৌর। তিনি জানান, তাঁর গোয়ালে ৬টি গরু ও দুটি মোষ ছিল। গরুর দুধের চেয়ে মোষের দুধের দাম বেশি। তাছাড়াও বিক্রি করার ক্ষেত্রে গরুর থেকে মোষের মূল্য অনেক বেশি। তাই গোয়ালে সব গরু থাকলেও মোষ দুটি চুরি করে পালিয়েছে চোর। তিনি দাবি করেন, দুটি মোষের দাম ২ লক্ষ টাকা তো হবে। আর তাই চুরি যাওয়া মোষ খুঁজে দিতে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। এ নিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন গৌর ঘোষ।
এক প্রতিবেশী জানান, “মেলার শেষ দিন ছিল। অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম। সেদিন হালকা কুয়াশা মতো ছিল। মেঘ ছিল। যাদের মোষ তারাও সাড়ে দশটা নাগাদ গোয়ালে দেখেছে মোষ। কিন্তু সকাল থেকে উঠে দেখছে বাচ্চা দুটো আছে। কিন্তু মোষ দুটো নেই।” অনেক খোঁজাখুঁজির পরও মোষদুটিকে পাওয়া যায়নি। স্থানীয় হাটে ছুটে গিয়েছেন গৌর ঘোষ। না, কোথাও মেলেনি। তাই অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি। তাঁদের দাবি, হারানো মোষ দুটোর দাম কমপক্ষে দু’ লাখ টাকা। এদিকে অভিযোগ পেয়ে তদন্ত নামে কাটোয়া থানার পুলিশ।
মোষ মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। মোষ খুঁজতে ভীষণ তৎপর পুলিশ। কিন্তু চোর ডাকাত ধরার পাশাপাশি চুরি যাওয়া দুটি মোষ খুঁজতে গিয়ে কালঘাম ছুটছেতাদের। তবে যেভাবেই হোক মোষ চোরকে ধরতেই হবে। অপরাধীদের ধরার পাশাপাশি চুরি যাওয়া সবকিছু উদ্ধার করে পুলিশ। এই ভাবনা থেকেই খোয়া যাওয়া দুটি দুধেল মোষ ফিরে পেতে পুলিশের শরণাপন্ন হয়েছেন কাছারি পাড়ার গৌর ঘোষ। আশা, মিলে যাবে দুটো মোষ।