Pujoy Pulse 2025: ‘মনটাও গোলমোল হয়ে যাচ্ছে’, পালস গোলমোলে মজলেন বর্ধমান ও বীরভূমবাসী
Pujoy Pulse 2025: গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন।
বীরভূম ও বর্ধমান: দুর্গাপুজোর আর দশদিনও বাকি নেই। তার আগে রাজ্যের কোণায় কোণায় পুজোর আমেজ। টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো সেই আমেজ এনে দিচ্ছে। ঢাকের বাদ্যি। সঙ্গে পালস গোলমোল। উচ্ছ্বসিত সাধারণ মানুষ। পালস গোলমোল খেয়ে কার্যত আত্মহারা সবাই। বলছেন, “পালসের এই চকোলেটে মনটাও গোলমোল হয়ে যাচ্ছে।” পুজোয় পালসের ট্যাবলো ঘিরে সাধারণ মানুষের সেই উচ্ছ্বাস ধরা পড়ল পূর্ব বর্ধমান ও বীরভূমে।
বীরভূমে ঢাকের বাদ্যি শুনে পুজোয় পালসের ট্যাবলো ঘিরে ভিড় করেন পথচলতি সাধারণ মানুষ। পালস গোলমোল খান। পালস গোলমোল খেয়ে একজন বললেন, “টক-ঝাল-মিষ্টির স্বাদ রয়েছে। মুখে দিলে ভাল অনুভূতি হয়।” আর একজন বললেন, “পালস গোলমোল খেয়েছি। খুব ভাল লাগল। টক-মিষ্টির মেলবন্ধন রয়েছে। পালসের আকারটা গোল। খাওয়ার পর মনটাও গোলমোল হয়ে যাচ্ছে। ফলে নামের মিলনটা খুব ভাল।” ট্যাবলোর সামনে ভিড় করে কিশোর-কিশোরীরাও। পালস গোলমোল খেয়ে তাদেরই একজন বলল, “খুব ভাল লাগল।” পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।
আবার পূর্ব বর্ধমানে যখন পুজোয় পালসের ট্যাবলো পৌঁছয়, তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করেন সাধারণ মানুষ। এখানেও পুজোয় পালসের ট্যাবলো ঘিরে উন্মাদনা দেখা গেল। পালস গোলমোল খেয়ে একজন বললেন, “তেঁতুলের স্বাদ পাচ্ছি। খুব সুস্বাদু।”
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজো শুরুর আগেই যে পুজোর আমেজ এনে দিচ্ছে তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল, সেটা তাঁদের কথা শুনেই বোঝা যাচ্ছে।
