Crime: রাস্তায় একা দেখেই অমনি…, তুলে নিয়ে গিয়ে ৭ বছরের মেয়েকে ‘ধর্ষণ’

Crime: অভিযোগ, স্থানীয় এক যুবক ওই নাবালিকাকে একা পেয়ে রাস্তার পাশে গভীর বাঁশ জঙ্গলে নিয়ে যায়। তার সঙ্গে আরও ২ জন ছিল বলে জানা গিয়েছে। জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়।

Crime: রাস্তায় একা দেখেই অমনি..., তুলে নিয়ে গিয়ে ৭ বছরের মেয়েকে 'ধর্ষণ'
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 8:37 PM

রামনগর: রাস্তার পাশে একা খেলা করছিল। আশপাশে কেউ ছিল না। ৭ বছরের নাবালিকাকে রাস্তায় একা দেখেই জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ। শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের রামনগরে। অভিযুক্ত যুবক পলাতক। ২৪ ঘণ্টার মধ্যে তাকে ধরতে না পারলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

রামনগর থানায় এলাকায় ওই নাবালিকা গতকাল বাড়ি থেকে কিছুটা দূরে খেলছিল। নাবালিকার মা বলেন, “আমার ছোট ছেলেকে স্কুলের গাড়ি বাড়ির সামনে পৌঁছে দিয়ে যায়। ভাইকে রাস্তার মোড় থেকে আনতে মেয়েকে পাঠিয়েছিলাম। সেখানে সে খেলাধুলো করছিল।” অভিযোগ, স্থানীয় এক যুবক ওই নাবালিকাকে একা পেয়ে রাস্তার পাশে গভীর বাঁশ জঙ্গলে নিয়ে যায়। তার সঙ্গে আরও ২ জন ছিল বলে জানা গিয়েছে। জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়।

মেয়েটি বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানায়। এরপর নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা রামনগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। যদিও অভিযুক্ত যুবকদের এখনও ধরতে পারেনি পুলিশ।

এই খবরটিও পড়ুন

নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় সরব হয়েছে বিজেপি। বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন মাইতি বলেন, “অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। পুলিশ যদি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করে, তাহলে আমরা রামনগরে আন্দোলনে নামব।” নির্যাতিতার মা জানিয়েছেন, পুলিশ অভিযোগ নিয়েছে। সমগ্ৰ ঘটনার তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ।