শিশির অধিকারীকে ‘প্রাণনাশের হুমকি’, বর্ধমান থেকে গ্রেফতার যুবক

সূত্রের খবর, বিষয়টি নিয়ে থানায় জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও জানানো হয়।

শিশির অধিকারীকে 'প্রাণনাশের হুমকি', বর্ধমান থেকে গ্রেফতার যুবক
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 08, 2021 | 8:57 PM

পূর্ব মেদিনীপুর: শিশির অধিকারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ। বর্ধমান থেকে গ্রেফতার করা হল এক যুবককে। অভিযোগ, কাঁথির সাংসদ শিশির অধিকারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন অভিযুক্ত। তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্ধমান পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ আজমল হোসেন। বর্ধমানের চান্দুলের বাসিন্দা তিনি। অভিযোগ, দিন চারেক আগে শিশির অধিকারীকে ফোন করেন আজমল। বর্ষীয়ান এই নেতাকে প্রাণে মারার হুমকি দেন। একইসঙ্গে শিশির অধিকারীকে কটূক্তিও করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: ভোট-বাংলায় আরও শক্তিশালী করোনা, একদিনের সংক্রমণ ৩ হাজার ছুঁই ছুঁই

এরপরই কাঁথি থানা ও নির্বাচন কমিশনের কাছে বিষয়টি জানান শিশির অধিকারী। সূত্রের খবর, বুধবার রাতেই শেখ আজমল হোসেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তকে কাঁথি আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।