AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM Brigade: বামেদের ব্রিগেডে ঢুকে পড়েছিল ‘ছদ্মবেশীরা’? বড় ইঙ্গিত কুণালের

CPIM Brigade: কিন্তু এই ভিড়ের মধ্যেই নাকি আবার লুকিয়েছিলেন 'ছদ্মবেশীরা'। রবিবার সন্ধ্য়ায় পূর্ব মেদিনীপুরের এগরায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

CPIM Brigade: বামেদের ব্রিগেডে ঢুকে পড়েছিল 'ছদ্মবেশীরা'? বড় ইঙ্গিত কুণালের
প্রতীকী ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 10:56 AM
Share

পূর্ব মেদিনীপুর: ছুটির দিনে ‘লালে লাল’ হয়েছিল রাজপথ। বাংলার নানা প্রান্তর থেকে বামেদের ব্রিগেডে ছুটে এসেছিলেন শ্রমিক, দিনমজুর ও ক্ষেতমজুররা। মূল সারির নেতা নয়, সংগঠনে জোর দিয়ে প্রান্তিক শ্রমিক নেতাদেরই সামনে তুলে ধরেছিল রবিবারের ব্র্রিগেড। ভিড়ও হয়েছিল বেশ ভালই। যা নিয়ে আবার ‘গর্বে বুক চিতিয়েছে’ বাংলা বাম শিবির।

কিন্তু এই ভিড়ের মধ্যেই নাকি আবার লুকিয়েছিলেন ‘ছদ্মবেশীরা’। রবিবার সন্ধ্য়ায় পূর্ব মেদিনীপুরের এগরায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বামেদের ব্রিগেডের বিরুদ্ধে তোপ দেগে কুণাল বলেন, ‘ওটা হাঁসজারু ব্রিগেড হয়েছে। সিপিএম ডেকেছিল কিন্তু ওখানে বিজেপির ভোটাররা গিয়েছিল।’

তাঁর সংযোজন, ‘ওই ব্র্রিগেডের স্লোগান হচ্ছে সিপিএমের ডাকের ব্রিগেড চলো। তারপর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। চারটে লোক এনে ব্রিগেড করা খুব একটা বড় কথা নয়।’ পাশাপাশি, রবির ব্রিগেডকে আঁতাত তত্ত্বে জুড়ে ‘রাম-বাম ব্রিগেড ও ইনকিলাব-জয় শ্রী রাম ব্রিগেড’ বলেও কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র।

প্রসঙ্গত, বামেদের ব্রিগেড নিয়ে কিন্তু একই সুর শোনা গিয়েছে তৃণমূল-বিজেপির মুখে। এদিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ওই সমাবেশকে ‘ফ্লপ শো’ বলে উল্লেখ করেন। একই সুর শোনা গিয়েছে শুভেন্দুর মুখে। জয়প্রকাশের সুরেই সুর মিলিয়ে তিনিও এটিকে ‘ফ্লপ শো’ বলে কটাক্ষ করেন।