AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soham Chakraborty: চণ্ডীপুরে উড়ল সবুজ আবির, বিজেপি বলছে ‘ভয় দেখিয়েই…’

TMC MLA: চণ্ডীপুর ব্লকের চক পুরুলিয়া সমবায় সমিতির নির্বাচন হয়। সেখানে মোট আসন সংখ্যা ছিল ৪৪ টি। এর মধ্যে ৩৫ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, সব মিলিয়ে ৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি ও বামেরা। এর আগের সমবায় সমিতির বোর্ড ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। আবারও দখল নিল ঘাসফুল শিবির।

Soham Chakraborty: চণ্ডীপুরে উড়ল সবুজ আবির, বিজেপি বলছে 'ভয় দেখিয়েই...'
তৃণমূলের জয়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 3:56 PM
Share

চণ্ডীপুর: পূর্ব মেদিনীপুর জেলায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। সেই বিধানসভার অন্তর্গত চক পুরুলিয়া সমবায় সমিতিতে ব্যাপক জয় পেল ঘাসফুল শিবির। কোনও এক অজানা কারণে বেশ কয়েক বছর বন্ধ ছিল সমবায় নির্বাচন। এ বছর চণ্ডীপুর ব্লকের চক পুরুলিয়া সমবায় সমিতির নির্বাচন হয়। সেখানে মোট আসন সংখ্যা ছিল ৪৪ টি। এর মধ্যে ৩৫ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, সব মিলিয়ে ৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি ও বামেরা। এর আগের সমবায় সমিতির বোর্ড ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। আবারও দখল নিল ঘাসফুল শিবির।

হারের পর বিজেপি নেতা পুলক গুড়িয়া বলেন, ভয় দেখিয়ে বহু ক্ষেত্রে আমাদের মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল। এর জবাব মানুষ দেবে আগামী লোকসভা ভোটে। জেলা সিপিএম সম্পাদক মণ্ডলীর সদস্য হিমাংশু দাস বলেন, “আমরা সাম্প্রদায়িক দল বিজেপির সঙ্গে কোনও জোট করিনি। মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এককাট্টা হয়েছে অলিখিতভাবে।”

চণ্ডীপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “সমবায় নির্বাচনে কিসের ভয়-ভীতি? এখানে দলীয় পতাকা থাকে না। সমবায় সাতরাঙা পতাকার তলে সবাই আসে। বিরোধীরা শুধুই অভিযোগ ছাড়া বাংলার মা-মাটি-সরকারের উন্নয়ন দেখতে পায় না।”