Baruipur: স্নানের সময় কিশোরীর নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কুপ্রস্তাবেরও অভিযোগ
Baruipur: পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী প্রথমে হুমকির ভয়ে থানায় অভিযোগ জানাতে আসেনি। পরে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করা হয়।

বারুইপুর: বাড়িতে আর কেউ ছিল না। সেই সুযোগে এক কিশোরীর স্নানের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ। এমনকি, নবম শ্রেণির ওই ছাত্রীকে কুপ্রস্তাবও দেয় অভিযুক্ত। অভিযোগ ঘিরে শোরগোল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর বাবা-মা বারুইপুর স্টেশনের কাছে ফল বিক্রি করেন। গত এক সপ্তাহ আগে ঘটনাটি ঘটেছে। সেদিন বাড়িতে আর কেউ ছিল না। ছাত্রীটি স্নান করছিল। অভিযোগ, সেইসময় ধৃত যুবক তার ছবি তোলে। সেই ছবি পায় আরও এক মহিলা। ওই যুবক ও মহিলা কিশোরীর প্রতিবেশী।
ওই কিশোরী বলে, “ছবি তোলার পর আমাকে ভয় দেখায়। খারাপ প্রস্তাব দেয়। তাতে আমি না বলি। তখন আমার সঙ্গে জোরজবরদস্তি করে। জামা ছিঁড়ে দেয়।” ঘটনাটি কাউকে জানালে তার ফল ভুগতে হবে বলেও হুমকি দেয় ওই যুবক।
এই খবরটিও পড়ুন




ওই যুবক কিশোরীর নগ্ন ভিডিয়ো এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। তারপরই মঙ্গলবার রাতে ওই ছাত্রীর পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত এদিন বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী হুমকির ভয়ে থানায় অভিযোগ জানাতে আসেনি। পরে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করা হয়।
ওই কিশোরীর মা বলেন, “আমরা স্বামী-স্ত্রী ফলের ব্যবসা করি। ওই যুবক আমাদের প্রতিবেশী। আমরা বাড়িতে ছিলাম না। সেই সুযোগে ওই যুবক এই কাজ করেছে।”





